প্রথম ফুসফুস প্রতিস্থাপন শহরে https://ift.tt/2XKpQjl - MAS News bengali

প্রথম ফুসফুস প্রতিস্থাপন শহরে https://ift.tt/2XKpQjl

এই সময়: বাংলা তো বটেই, এ বার কলকাতা সাক্ষী পূর্ব ভারতেরই প্রথম ফুসফুস প্রতিস্থাপনের। লিভার, কিডনি ও হার্ট ট্রান্সপ্ল্যান্টের সাফল্যও পূর্বাঞ্চলে প্রথম এই মহানগরেই দেখা গিয়েছিল। সোমবার গভীর রাতে মেডিকা সুপার-স্পেশ্যালিটি হাসপাতালে হওয়া প্রতিস্থাপনের সুবাদে ফের কলকাতার মুকুটে নয়া পালক। মরণোত্তর অঙ্গটি মিলেছে ব্রেন ডেথের শিকার গুজরাটের সুরাটের এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির থেকে। মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক কোভিড রোগীর বিকল ফুসফুসটি প্রতিস্থাপিত হওয়ার অস্ত্রোপচার শুরু হয় রাত ১১টা নাগাদ। এই প্রতিবেদন মুদ্রণে যাওয়া পর্যন্ত সেই অস্ত্রোপচার শেষ হয়নি। বাংলায় মাত্র দু'টি হাসপাতালেরই ফুসফুস প্রতিস্থাপনের লাইসেন্স আছে। বছর তিনেক আগে পিজি হাসপাতাল প্রথম এই ছাড়পত্র পায়। কিন্তু ঠিকঠাক রোগী ও ফুসফুস না-মেলায় প্রতিস্থাপন সম্ভব হয়নি। দ্বিতীয় হাসপাতাল হিসেবে মেডিকা এই লাইসেন্স পায় করোনাকালেই। চিকিৎসকদের মতে, কোভিড আবহে ফুসফুস প্রতিস্থাপন শুরু করার গুরুত্ব অপরিসীম। তাই গত এক বছরে সারা দেশে প্রতি মাসেই গড়ে ১২-১৫টি করে ফুসফুস প্রতিস্থাপিত হয়েছে। এ বার সেই তালিকায় জুড়ল কলকাতারও নাম। তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত, দীপক হালদার নামে কলকাতার এক বছর ছেচল্লিশের বাসিন্দা গত ১০৩ দিন ধরে মেডিকায় চিকিৎসাধীন। এর মধ্যে প্রায় ৯০ দিন তাঁর কেটেছে জীবনদায়ী একমো-তে (এক্সট্রা-কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন)। তাঁর বাঁ ফুসফুসটি ফাইব্রোসিসে পুরোপুরি বিকল। ডান ফুসফুসের পক্ষে একা ভার বওয়া সম্ভব নয়। তাই প্রতিস্থাপন ছাড়া উপায় ছিল না। রবিবার রাতে খবর মেলে, সুরাটের ইউনাইটেড গ্রিন নামে একটি হাসপাতালে ব্রেন ডেথ হয়েছে বছর বাহান্নর এক সেরিব্রাল স্ট্রোকের রোগীর। স্বাস্থ্য দপ্তরের কর্তারা দ্রুত অনুমতি দিয়ে দেন। সেইমতো মেডিকার একটি চিকিৎসক দল এদিন বেলার দিকে পৌঁছে যায় সুরাট। ব্রঙ্কোস্কোপি, বায়োপসি-সহ নানা পরীক্ষার পর বোঝা যায়, ফুসফুসটি কলকাতার রোগীর জন্য প্রতিস্থাপনযোগ্য। ফুসফুস আহরণ (রিট্রিভ্যাল) করার পর সেটিকে সংরক্ষণ (হার্ভেস্টিং) করে বিশেষ বিমানে সন্ধ্যার পর ওই চিকিৎসকদল রওনা দেয় কলকাতার উদ্দেশে। রাত ১০টার কিছু পরে কলকাতা বিমানবন্দরের বিশেষ টারম্যাকে অবতরণ করে বিমান। সেখান থেকে অ্যাম্বুল্যান্সে করে সোজা মেডিকা চলে যায় ফুসফুস। বিধাননগর ও কলকাতা পুলিশের সহায়তায় 'গ্রিন করিডর' মারফত মিনিট পনেরো-কুড়ির মধ্যেই ফুসফুস পৌঁছে যায় মুকুন্দপুরে। শুরু হয় প্রতিস্থাপনের দীর্ঘ ও জটিল অস্ত্রোপচার।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2ZaSpa1
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads