Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3CztH1o
করোনার দাপট শেষ? মহামারী নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিশেষজ্ঞের https://ift.tt/2XuEsTE
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারত খুব শীঘ্রই কোভিডের (Covid 19) 'এন্ডেমিক' পর্যায়ে পৌঁছতে চলেছে, এবার এমনই মন্তব্য করলেন ভ্যাকসিন বিশেষজ্ঞ ডা. গগনদীপ কং। তবে করোনার নতুন ভ্যারিয়্যান্টগুলির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে টিকার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগে সাধারণ মানুষ। এদিকে দোরগোড়ায় উৎসবের মরশুম। এই পরিস্থিতিতে ভ্য়াকসিন বিশেষজ্ঞের মন্তব্য আশার আলো দেখাচ্ছে। কী এই 'এন্ডেমিক পর্যায়'? এক্ষেত্রে সাধারণ মানুষ ভাইরাসের উপস্থিতিতে বাঁচতে শিখে যায়। মহামারী পর্বের থেকে অনেকটাই আলাদা এই 'এন্ডেমিক পর্যায়'। এই পর্যায় মহামারী শেষের সর্বপ্রথম ধাপ, মতামত বিশেষজ্ঞদের। ঠিক কী বলেছেন এই ভ্যাকসিন বিশেষজ্ঞ? জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা প্রথম দুটি ঢেউয়ের মতো হবে না। তিনি আরও বলেন, 'ভারত করোনার পরিস্থিতির এন্ডেমিক পর্যায়ে প্রবেশ করতে চলেছে। ইনফ্লুয়েঞ্জাও এন্ডেমিক পর্যায়ে একসময় প্রবেশ করেছিল। তবে নতুন কোনও ভ্যারিয়্যান্ট এলে আবারও মহামারীর প্রকোপ পড়তে পারে দেশে। কারণ এক্ষেত্রে এক ধরনে ভ্যারিয়্যান্ট এক রকম আচরণ করে, অপর ভ্যারিয়্যান্টের চরিত্র সম্পূর্ণ আলাদা হতে পারে।' নতুন ভ্যারিয়্যান্টের কথা মাথায় রেখে অবিলম্বে নতুন কোভিড ভ্যাকসিন নিয়ে আসা প্রয়োজন বলে জানান এই ভ্যাকসিনোলজিস্ট। তিনি আরও জানান, এক্ষেত্রে ভ্যাকসিন মিক্সের কথাও উল্লেখ করেন তিনি। অর্থাৎ সাধারণ মানুষকে পুরনো ভ্যাকসিনের একটি ডোজ এবং নতুন ভ্য়াকসিনের একটি ডোজ দিলে তা বেশি কার্যকরী হবে কিনা, সেই বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র প্রধান গবেষক সৌমা স্বামীনাথন কিছুদিন আগে জানিয়েছিলেন, ভারত 'এন্ডেমিক' পর্যায়ে পৌঁছচ্ছে, যা অতিমারির শেষ হওয়ার প্রথম ধাপ। তিনি আরও বলেন, 'ভারতে যে এলাকাগুলিতে সেভাবে দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়েনি, সেখানে তৃতীয় ঢেউয়ের প্রভাব অপেক্ষাকৃত বেশি পড়তে পারে।' সৌমা জানান, ২০২২ সালের মধ্যে ৭০ শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পথে এটি অন্যতম একটি ধাপ হতে পারে। পাশাপাশি তিনি বলেন, 'করোনার তৃতীয় ঢেউ কবে আসবে, সেই বিষয়ে বলা প্রায় অসম্ভব। করোনা মুক্তির জন্য জোর দিতে হবে টিকাকরণে।' এদিকে উৎসবের মরশুমে কোনওভাবেই যাতে করোনা সংক্রমণ না বাড়ে সেজন্য সাধারণ মানুষকে অতিরিক্ত সতর্ক থাকার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3CztH1o
Previous article
Next article

Leave Comments
Post a Comment