দুপুর ১২টা থেকে বৃষ্টি বাড়বে কলকাতায়, দুর্যোগ কাটবে কবে? https://ift.tt/3lLONTw - MAS News bengali

দুপুর ১২টা থেকে বৃষ্টি বাড়বে কলকাতায়, দুর্যোগ কাটবে কবে? https://ift.tt/3lLONTw

এই সময় ডিজিটাল ডেস্ক: রবিবার মধ্যরাত থেকে কার্যত ভেলকি দেখাচ্ছে রাজ্যের আবহাওয়ায়। নিম্নচাপের পূর্বাভাস () থাকলেও রীতিমতো দুর্যোগ নেমে এসেছে বাংলায়। জেলায় জেলায় চলছে ভারী বৃষ্টিপাত। সঙ্গে দোসর বজ্রপাত। সোমবার দিনভর বৃষ্টিতে ভেসে গিয়েছে কলকাতা ()। জল জমে স্তব্ধ শহরের একাধিক রাস্তাঘাট। এর মধ্যেই খারাপ খবর শোনাচ্ছেন আবহাওয়াবিদরা। সোমবার সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ কমে থাকলেও মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে শহরে। পাশাপাশি, বানভাসী হবে আরও বেশ কিছু জেলা। কোন কোন এলাকায় ফের ধেয়ে আসছে বৃষ্টি? ১২টা থেকে ভাসবে কলকাতা আবহাওয়াবিদ ড. সুজীব কর জানাচ্ছেন, দুপুর ১২টা থেকে ফের বৃষ্টি বাড়বে কলকাতায়। চলতে পারে রাত ১০টা পর্যন্ত। অর্থাৎ আট থেকে দশ ঘণ্টার মধ্যে ফের বানভাসী হবে শহর। ইতিমধ্যেই কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জমা জলে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেই অনুমান। টানা বৃষ্টিতে রেকর্ড হারে কমেছে তাপমাত্রা। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি কম। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৮ শতাংশ। জলমগ্ন শহর টালিগঞ্জ সার্কুলার রোড, তারাতলা, ভবানীপুর, মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিট সর্বত্রই জল থইথই। ঠনঠনিয়া, ক্য়ামাক স্ট্রিট, মিন্টো পার্ক, কলেজ স্ট্রিট, সেক্টর ফাইভ, চিনার পার্ক, কাঁকুড়গাছি, কৈখালি এলাকাও জলমগ্ন। সোমবার কার্যত সারা দিনই পাম্প চালিয়ে জল ফেলা হয়েছে। তবে যেসমস্ত এলাকায় পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা চলছিল, রাত থেকে বৃষ্টির জেরে সেই কাজ বন্ধ। ভারী বৃষ্টিতে পাম্প চালানো সম্ভব হচ্ছে না বলেই পুরসভা সূত্রে খবর। এদিকে, গঙ্গায় জলের স্তর বাড়তে শুরু করেছে। শহরের নিকাশি নালার জল কী ভাবে গঙ্গা দিয়ে বের করা হবে, তা নিয়ে রীতিমতো সংশয়ে কলকাতা পুরসভা। জেলায় জেলায় ভারী বৃষ্টি কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়া এবং দুই ২৪ পরগনাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়ায় অতিভারী বর্ষনের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই তালিকায় রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং মুর্শিদাবাদও। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হবে। পুজোর আগে দুর্যোগের আশঙ্কা পুজোর মুখে নতুন দুশ্চিন্তা। ধেয়ে আসতে পারে আরও দুটি ঘূর্ণাবর্ত। অভিমুখ হতে পারে বাংলা ও ওড়িশা উপকূল। ২৬ সেপ্টেম্বর থেকে নতুন করে বৃষ্টি বাড়ার ইঙ্গিতও দিয়ে রেখেছে মৌসম ভবন। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, ২৫ সেপ্টেম্বর নাগাদ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্তের উদয় হবে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিণ চিন সাগরের টাইফুনের প্রভাবে মাঝেমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। আগামী কয়েকদিনের মধ্যে তেমনই সম্ভাবনা রয়েছে। তবে উপকূলে ঢোকার আগে শক্তি বাড়ানোর সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা নিম্নচাপে পরিণত হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3zsIskE
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads