Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3kqQVAC
বরাদর কি অপহৃত! আখুন্দজাদা কোথায় https://ift.tt/39mj7yn
লন্ডন: গত সপ্তাহে কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে নাকি রীতিমতো হাতাহাতি বেধে গিয়েছিল তালিবান আর হাক্কানি নেটওয়ার্কের। বলা হচ্ছিল, খালিল-উর-রহমান বরাদরের মুখে একখানা ঘুষিও মেরে দিয়েছিলেন। ব্যস্, তার পর থেকেই 'বেপাত্তা' তালিব সরকারের ডেপুটি-প্রধানমন্ত্রী। মাঝে রটে যায় যে, বরাদর নাকি ওই ঝামেলার দিন গুলিবিদ্ধ গিয়ে মারাই গিয়েছেন! গত মঙ্গলবার যদিও তা খারিজ করে দিয়ে খোদ বরাদরই ভিডিয়ো-বার্তা প্রকাশ করে বলেন, জরুরি কাজে তিনি কান্দাহারে। দিব্যি আছেন। সোমবার ব্রিটেনের 'দ্য স্পেক্টেটার' পত্রিকা আবার সেই ভিডিয়ো-বার্তা নিয়েই প্রশ্ন তুলে দিয়ে দাবি করল, বরাদর নিশ্চিত ভাবেই অপহৃত অবস্থায় কান্দাহারে রয়েছেন। আর তালিব-প্রধান ? দল যখন সরকার গঠনে হাবুডুবু খাচ্ছে, তখন তাঁরই বা দেখা নেই কেন? তালিবান অন্তত একমাস আগে দাবি করেছিল, শীঘ্রই জনসমক্ষে আসবেন আখুন্দজাদা। এখন আফগান মুলুকে জোর জল্পনা, তিনি হয়তো মারাই গিয়েছেন। বিশেষ উদ্দেশ্যেই যা দিনের পর দিন চেপে রাখছে তালিবান। পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টিতে দাবি করা হয়েছে যে, তালিব-সরকারের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দকে একেবারেই ক্ষমতাহীন করে রাখা হয়েছে। পত্রিকাটির দাবি, তুলনায় নরমপন্থী বরাদর অন্য রকম ভাবে সরকার চালাতে চেয়েছিলেন। তালিবান পতাকার পাশে দেশের জাতীয় পতাকাও থাক- এই দাবিতে প্রেসিডেন্ট প্যালেসের ওই বৈঠকেও গলা তুলেছিলেন বরাদর। কিন্তু তাঁর ঠিক বিপরীতে প্রান্তে থাকা হাক্কানি চাইছে দেশে শরিয়তি আইন প্রতিষ্ঠার পাশাপাশি 'আন্তর্জাতিক সন্ত্রাস'-এরও বাড়বাড়ন্ত। এ নিয়ে রীতিমতো বক্তৃতাও দিতে দেখা গিয়েছে হাক্কানি নেতা তথা দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিনকে। এমন টালমাটাল অবস্থায় বরাদরকে অপহরণ করে আটকে রাখা অসম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এ দিকে, আখুন্দজাদারও দীর্ঘদিন কোনও সাড়াশব্দ নেই!
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3kqQVAC
Previous article
Next article

Leave Comments
Post a Comment