দিলীপকে বর্ণপরিচয় পড়াতে গিয়ে বাংলা বানানে নিজেই হড়কালেন বাবুল! https://ift.tt/39oYTny - MAS News bengali

দিলীপকে বর্ণপরিচয় পড়াতে গিয়ে বাংলা বানানে নিজেই হড়কালেন বাবুল! https://ift.tt/39oYTny

এই সময় ডিজিটাল ডেস্ক: দ্বন্দ্বে জমে উঠেছে নেটপাড়া। বাবুলের কটাক্ষের নিশানায় দিলীপ ঘোষের বাংলা ভাষা শিক্ষা । বিজেপি রাজ্য সভাপতি পদ থেকে অপসারণ সংক্রান্ত পোস্টেও ভুল ধরতে ছাড়লেন না সদ্য বিজেপি ত্যাগী নেতা বাবুল সুপ্রিয়। কিন্তু নেটিজেনদের আতসকাচের নজরে এল বাবুলের পোস্টেও একটি বড় ভুল। দিলীপ ঘোষকে বর্ণপরিচয়ের পাঠ দেওয়ার কথা বলতে বলতে নিজেও বাংলা বানানে একটি বড়সড় ভুল করেছেন। ঘটনার সূত্রপাত, রাজ্য সভাপতি পদ থেকে অপসারণের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন দিলীপ। তিনি লেখেন, 'ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্য সভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি।' সেই সোশ্যাল পোস্টের ভাষার ত্রুটি ধরে তোপ বাবুল সু্প্রিয়র। তিনি লেখেন, 'আমার বর্ণপরিচয়টা কিন্তু ওনার লাগবে। "ভারতীয় নতুন রাজ্য সভাপতি..." মানে কি??? আবার ভুল বাংলা !!' আর এখানেই নিজেও বাংলা বানানে ভুল করেছেন বাবুল। নেটিজেনদের চোখ থেকে বাঁচা বড়ই দুষ্কর। তাই পোস্ট হতেই বাবুলও ক্যাচ কট কট। নেটিজেনদের দাবি, দিলীপ ঘোষকে কটাক্ষ করতে গিয়ে নিজেই 'জন্য' বানান ভুল লিখেছেন তারকা গায়ক-সাংসদ। রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষের অপসারণ প্রসঙ্গে Babul Supriyo-এর প্রতিক্রিয়া, ' বিগত কয়েক বছরে বঙ্গ বিজেপির জন্য অনেক খেটেছেন দিলীপ ঘোষ। তাই ওনার আগামী জীবন সুখের হোক এই কামনাই করি।' বঙ্গ রাজনীতির অন্দরমহল জানে, বাবুল সুপ্রিয়র সঙ্গে কোনওকালেই 'বন্ধুত্বপূর্ণ' সম্পর্ক ছিল না রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের। বাবুলের দল বদল প্রসঙ্গেও অনেক গরমা-গরম মন্তব্য করেছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দল বদলের প্রতিক্রিয়ায় ছুড়ে দিলেন একরাশ কটাক্ষ। বলেন, 'পলিটিক্যাল ট্যুরিস্ট' বাবুল, আবেগের বশে দলবদলের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিজেপির রাজ্য সভাপতির আক্রমণের জবাব দিতে গিয়ে কটাক্ষ, বিধানসভা ভোটে বিজেপির হারের অন্যতম কারণ ছিলেন দিলীপ ঘোষ। রবিবারও সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষের বাংলা জ্ঞান নিয়ে প্রশ্ন করে বাবুল বলেছিলেন, 'আমি দিলীপদাকে বিদ্যাসাগরের বর্ণপরিচয় উপহার দেব, বাংলা ভাষাতেই যাতে কথা বলেন কিন্তু কলুষিত যেন না করেন।' সেই বর্ণপরিচয়ের প্রসঙ্গই আজও টানেন বাবুল।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3ExLCHL
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads