হাসপাতালে রোগীর খাবারে টিকটিকি! আতঙ্কিত রোগীরা https://ift.tt/39oYL7y - MAS News bengali

হাসপাতালে রোগীর খাবারে টিকটিকি! আতঙ্কিত রোগীরা https://ift.tt/39oYL7y

এই সময় ডিজিটাল ডেস্ক: হাসপাতালে রোগীর খাবারে মিলল আস্ত একটি টিকটিকি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বরের গৌরহাটি E.S.I হাসপাতালে। যদিও ওই খাবার কেউ না খাওয়ায় বড় কোনও ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভও দেখান তাঁরা। যদিও রবিবার রাতে এই ঘটনার সময় হাসপাতাল কর্তৃপক্ষের কেউ উপস্থিত ছিলেন না। পরেও কারোর প্রতিক্রিয়া মেলেনি। জানা গিয়েছে, রবিবার রাতে গৌরহাটি E.S.I হাসপাতালে ভর্তি মহম্মদ মুস্তাক আলম নামে এক রোগীর খাবারের মধ্যে ছিল একটি মৃত টিকটিকি। বিষাক্ত এই প্রাণীটি সবজির সঙ্গেই রান্না হয়েছে বলে অভিযোগ মুস্তাক আলমের। তিনি বলেন, ‘প্রথমে না বুঝে ওই সবজির কিছুটা খেয়ে নিয়েছিলাম। তারপর দেখি, সবজির সঙ্গে মিশে রয়েছে টিকটিকির দেহ।’ সঙ্গে সঙ্গে তিনি পাশের বেডে খেতে বসা অন্যান্য রোগীদের ঘটনাটি জানান। তারপর হাসপাতালের সমস্ত রোগীরা নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে সরব হয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। রাতে তাঁরা কী খাবেন, তা নিয়েও প্রশ্ন তোলেন। যদিও সেই সময় হাসপাতালে কর্তব্যরত নার্স ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। তিনি রোগীর পাওয়ার ঘটনাটি স্বীকার করলেও কীভাবে এটি এল, এর বিরুদ্ধে পদক্ষেপ কী করা হবে, সে ব্যাপারে কিছু বলতে পারেননি। রোগীদের রাতের বিকল্প খাবারের ব্যবস্থা করতে পারেননি। ফলে কার্যত জল খেয়েই ঘুমোতে হয়েছে রোগীদের। খাবারে টিকটিকি পাওয়ার ঘটনা এটা প্রথম হলেও গৌরহাটি E.S.I হাসপাতালের খাবারের মান অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ সেখানকার রোগীদের। মূলত ভদ্রেশ্বর, চাঁপদানি, চন্দননগর, বৈদ্যবাটি এলাকার জুটমিল সহ কলকারখানার শ্রমিকেরা চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি হন। কিন্তু হাসপাতালের চিকিৎসা পরিষেবার পাশাপাশি খাবারের মান অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ মুস্তাক আলমের। এক দুর্ঘটনার শিকার হয়ে গত ১ সেপ্টেম্বর থেকে গৌরহাটি E.S.I হাসপাতালে ভর্তি মুস্তাক বলেন, ‘প্রতিদিনই আধসেদ্ধ ভাত, খোসা সমেত সবজি দেওয়া হয়। একেবারে কম দামে কেনা পচা আলু দিচ্ছে। সকালে দুধ দিলেও সেটায় জল মেশানো। খাবারে সবসময় নোংরা থাকে।’ এরকম খাবার খেলে রোগী কীভাবে ভালো হবে? তা নিয়েও প্রশ্ন তুলেছেন। আনোয়ার শেখ সহ হাসপাতালে ভর্তি অন্যান্য শ্রমিকেরাও ভাল খাবার দেওয়ার দাবিতে সরব হয়েছেন। যদিও সোমবার দুপুর পর্যন্ত হাসপাতালের সুপার বা ওয়ার্ড মাস্টারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2VVvWwu
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads