Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2VxeGNN
'বিধর্মে বিয়ে অবৈধ, সকল সমস্যার সমাধান মেয়েদের কম বয়সে বিয়ে'! https://ift.tt/3lAQll3
এই সময় ডিজিটাল ডেস্ক: মুসলিম মহিলাদের অন্যধর্মে বিয়ে নিয়ে নয়া ফতোয়া জারি করল All India Muslim Personal Law Board। শরিয়ত মতে, মুসলিম মহিলাদের আসলে হারাম অর্থাৎ মহা পাপ। মুসলিম মহিলাদের অন্য ধর্মে বিয়েকে অগ্রহণযোগ্য, অবৈধ বলে ব্যাখা করেছে ল বোর্ড। এখানেই শেষ নয়, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতে, মেয়েদের দেরিতে বিয়েই সমস্ত সমস্যার উৎপত্তি। তাড়াতাড়ি বিয়ে দেওয়া হলে ভিন্ন ধর্মে বিয়ের মতো এরকম দুর্ভাগ্যজনক দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে অভিমত AIMPLB-এর। সম্প্রতি প্রেস বিবৃতি প্রকাশ করে সাত দফা ফতোয়া জারি করেছে All India Muslim Personal Law Board। বোর্ডের জেনারেল সেক্রেটারি মৌলানা খালিদ সইফুল্লা রহমানি বলেন, একজন মুসলিম এবং একজন অ-মুসলিমের বিয়ের অনুমতি দেয় না ইসলাম। এমনকী সামাজিকভাবে এই বিয়ে বৈধ হলেও শরিয়তের চোখে তা নয়। একজন মুসলিম যুবক বা কন্যা ভিন্ন ধর্মে বিয়ে করলে, তাঁকে সারাজীবন সেই অন্যায়ের ভার বহন করতে হবে। ক্ষুব্ধ -এর মতে বাবা-মা, অভিভাবকেরা নিজেদের সন্তানদের ইসলামের সঠিক শিক্ষা দিচ্ছেন না। কো-এড স্কুলে পড়া মুসলিম ছাত্রীদের মোবাইল ফোন বারবার পরীক্ষা করার কথাও বাতলেছে বোর্ড সেক্রেটারি। এছাড়া মসজিদের ইমাম সহ সমস্ত ধর্মীয় নেতাদেরও ছোটদের ইসলামের শিক্ষা দেওয়ার কথা বলেছে বোর্ড।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2VxeGNN
Previous article
Next article
Leave Comments
Post a Comment