চায়ের পাত্র চুরির অভিযোগ, জ্বলন্ত কুঠার চেটে নিজেকে 'নির্দোষ' প্রমাণ করল শিশু! https://ift.tt/2VuczKE - MAS News bengali

চায়ের পাত্র চুরির অভিযোগ, জ্বলন্ত কুঠার চেটে নিজেকে 'নির্দোষ' প্রমাণ করল শিশু! https://ift.tt/2VuczKE

এই সময় ডিজিটাল ডেস্ক: চায়ের পাত্র চুরির অভিযোগ উঠেছিল শিশুটির বিরুদ্ধে। আর তাই তাকে তপ্ত কুঠার চাটতে বাধ্য করা হল! এমনই নৃশংস ঘটনা ঘটেছে পাকিস্তানে। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে যুক্ত তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পাকিস্তানের পুলিশ। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোনও অপরাধ সংঘটিত হলে, তার বিচারের ক্ষেত্রে জল কিংবা আগুনের ব্যবহার করে থাকেন পাকিস্তানের উপজাতির মানুষেরা। জানা গিয়েছে, চায়ের পাত্র চুরির অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছিল ওই শিশুকে। এরপর নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ওই শিশুটির মুখে গরম কুঠার ঢুকিয়ে দেওয়া হয়। এর জেরে বাচ্চাটির জিভ পুড়ে গিয়েছে বলে অভিযোগ তুলেছেন শিশুটির বাবা। তিনি অভিযোগ জানান প্রশাসনের কাছে। এরপরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যযুগীয় ওই প্রথা অনুযায়ী, দোষী না হলে ওই কুঠার চাটলেও জিভ পুড়বে না। আর যদি তা না হয়, তাহলে দোষী সাব্যস্ত করা হয় অপরাধীকে। বিষয়টি অনেকটা অগ্নিপরীক্ষার মতোই। স্থানীয়রা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তানের প্রত্যন্ত এলাকায় আইনব্যবস্থা নেই বললেই চলে। আর সেই কারণেই ২০২১ সালে দাঁড়িয়েও জল কিংবা আগুনের সাহায্য নিয়েই অপরাধীকে শনাক্ত করা হয়ে থাকে। ২০২০ সালের হিসেব অনুযায়ী, পাকিস্তানে আচমকাই শিশুদের বিরুদ্ধে হওয়া অপরাধ অনেকটাই বেড়ে গিয়েছে। সাহিল নামের এক সংগঠনের সমীক্ষা অনুযায়ী, পাকিস্তানে প্রতিদিন ১০টির মধ্যে আটটি শিশু কোনও না কোনও অপরাধের শিকার হয়ে থাকে। জানা গিয়েছে, ওই সংগঠন শিশু সুরক্ষা নিয়ে কাজ করে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3ipA00u
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads