তৃণমূল প্রধানের স্বামী ও উপ-প্রধান গ্রেফতার! https://ift.tt/2VnOvJD - MAS News bengali

তৃণমূল প্রধানের স্বামী ও উপ-প্রধান গ্রেফতার! https://ift.tt/2VnOvJD

এই সময় ডিজিটাল ডেস্ক : সর্ষের মধ্যেই ভূত! দুর্নীতির অভিযোগ উঠল খোদ পঞ্চায়েত প্রধানের স্বামী ও উপ-প্রধানের বিরুদ্ধে। যদিও তাঁরা রাজ্যের শাসকদলের সদস্য হয়েও রেহাই পাননি। পরিচালিত পঞ্চায়েতের প্রধানের স্বামী ও উপ-প্রধান হওয়া সত্ত্বেও গ্রেফতার হলেন তাঁরা। শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লকের পাতড়া গ্রাম। পুলিশ সূত্রে খবর, ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবেরা বিবির স্বামী মনসুর দপ্তরি ও উপ-প্রধান হাসানুজ্জামান মোল্লাকে ১০০ দিনের কাজ সহ একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত মনসুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। সেই সূত্রে পাতড়া গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজের টাকা হাতানো সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর ও হাসানুজ্জামান মোল্লার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার ডায়মন্ডহারবার মহকুমা পুলিশ আধিকারিক মিতুন কুমার দে-র নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরেও সন্তোষজনক জবাব না মেলায় এবং কথায় অসঙ্গতি থাকায় অবশেষে দু'জনকেই গ্রেফতার করা হয়। পঞ্চায়েত প্রধানের স্বামী ও উপ-প্রধানের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই পাতড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) লিপন তালুকদারকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও মন্তব্য করেননি। তবে ঘটনায় মুখ খুলেছেন ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন। তিনি দলের যুব নেতা কিংবা উপ-প্রধানের দোষ ঢাকার চেষ্টা করেননি। বরং তাঁর সাফ জবাব, ‘আইন আইনের পথে চলবে।’


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3yyMzMK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads