Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3yuhrhn
খেলরত্ন হোক মমতার নামে! 'খেলা হবে'-র প্রসঙ্গ টেনে মোদীকে কটাক্ষ কুণাল কামরার https://ift.tt/3CodvB1
এই সময় ডিজিটাল ডেস্ক: খেলরত্ন পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে হওয়া উচিত! এবার এহেন মন্তব্য শোনা গেল জনপ্রিয় YouTuber কুণাল কামরার মুখে। শনিবার 'খেলরত্ন' পুরস্কারের নাম উল্লেখ না করেই কুণাল বলেন, ‘বিষয়টি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে হওয়া উচিত। কারণ আসল খেলা তো তিনিই খেললেন...’। আসলে এ দিন মোদী সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে 'রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে'র নাম বদলে 'মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার' করা হবে। টুইট করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশের নাগরিকরা চাইছিলেন খেলরত্ন পুরস্কার ধ্যানচাঁদের নামে হোক। তাঁদের আবেগকে সম্মান জানিয়েই ওই পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার করা হল'। সম্প্রতি ভারতের পুরুষ হকি দল অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পরেই প্রধানমন্ত্রী এহেন ঘোষণা করেছেন। যা শুনে খানিকটা নড়েচড়েই বসেছে গোটা দেশ। নেটপাড়াতেও এ নিয়ে জোর চর্চা চলছে। বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদের নামে ওই পদক উৎসর্গ করায় খুশি হয়েছেন নেটিজেনদের একাংশ। আরেক অংশ যদিও ভ্রুকুটি করছেন বিষয়টি নিয়ে। কুণাল কামরা 'মোদীজি'র প্রতি ঘোষণায় যেমন প্রতিক্রিয়া দেন, এ বারেও তার ব্যতিক্রম হয়নি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মোদীকে কটাক্ষ করেছেন তিনি। ১৯৮৩ সালে কপিল দেব বিশ্বকাপ নিচ্ছেন এবং তাঁর পাশেই দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী, এ হেন একটি পোস্টও করেন কুণাল। তবে মমতার প্রসঙ্গ টেনে করা টুইট উল্কার গতিতে নেটপাড়া দাপিয়ে বেড়াচ্ছে। উল্লেখ্য, বর্তমানে BJP-র লক্ষ্য ২০২৪ এর লোকসভা নির্বাচন। এ দিকে তৃণমূলের পাখির চোখও দিল্লি। প্রতিবেশী রাজ্যগুলির পাশাপাশি জাতীয় মঞ্চেও মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর হতে চলেছেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরাও। অর্থাৎ বিধানসভার পরেও মমতা বনাম মোদী টক্কর জারি রয়েছে। একুশের নির্বাচনে মোদী-শাহ সহ BJP -এর প্রথম সারির নেতারা একাধিকবার বঙ্গ সফরে এসেও ব্যালটের লড়াই জিততে পারেনি পদ্ম শিবির। '' স্লোগান তুলে ফের ক্ষমতা দখল করেছে তৃণমূল। আর সেই কথাই বোধহয় এ দিন আবার মনে করিয়ে দিলেন কুণাল। গত ২ মে ভোটের ফলপ্রকাশের দিন যেমন নরেন্দ্র মোদীর ‘দিদি ও দিদি' উক্তি টেনে বলেছিলেন, ‘দাড়ি ও দাড়ি...'।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3yuhrhn
Previous article
Next article
Leave Comments
Post a Comment