বাংলাদেশের হোলি আর্টিজানে জঙ্গি হামলা নিয়ে ছবি পরিচালনায় হনসল মেহতা https://ift.tt/2VD3CON - MAS News bengali

বাংলাদেশের হোলি আর্টিজানে জঙ্গি হামলা নিয়ে ছবি পরিচালনায় হনসল মেহতা https://ift.tt/2VD3CON

এই সময় ডিজিটাল ডেস্ক: অভিজাত রেস্তোরাঁ হিসেবেই প্রসিদ্ধ ঢাকার হোলি আর্টিজান বেকারি। সেখানকার দুর্দান্ত পরিবেশে বসে চিজকেক বা টুনা স্যান্ডউইচ খেতে পছন্দ করতেন অনেকেই। তবে পাঁচ বছর আগে সমস্ত সমীকরণ বদলে যায়। ২০১৬ সালের ১ জুলাই। ৫০ জনেরও বেশি মানুষকে ১২ ঘণ্টা ওই রেস্তোরাঁয় বন্দি করে রেখেছিল পাঁচ জঙ্গি। খবর পেয়েই ঘটনাস্থলে নামানো হয় সেনা। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ওই বেকারিতেই ২০ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। যার মধ্যে ১৭ জন বিদেশি ছিলেন। এ বার সেই ঘটনা নিয়েই ছবি বানাচ্ছেন 'স্ক্যাম ১৯৯২' নির্মাতা হনসল মেহতা। তাঁর পরবর্তী ছবি '' এই বিষয় কেন্দ্রিক। পরিচালকের কথায়, 'হিংসার দাপটের মাঝেই মানবতার জয়। ৭/১৬ তে বাংলাদেশে যে জঙ্গি হানার ঘটনা ঘটেছিল তার আধারেই আমার পরবর্তী ছবি ফারাজ। অনুভব সিনহা এবং ভূষণ কুমারের সঙ্গে কাজ করব ভেবে ভালো লাগছে'। ছবির জন্য একেবারে ফ্রেশ ফেস বেছে নিয়েছেন পরিচালক। অভিনয়ে থাকছেন শশী কাপুরের নাতি জাহান কাপুর এবং আদিত্য রাওয়াল। উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই Bollywood এ আত্মপ্রকাশ করতে চলেছেন জাহান। জানা গিয়েছে, ছবির প্রযোজক হিসেবেই থাকছেন আর্টিকেল ১৫ খ্যাত অনুভব সিনহা এবং ভূষণ কুমার। ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পরিচালক হনসল মেহতা। এই ছবিটি শুধুমাত্র আতঙ্কের নয়। বরং এই ছবি আশা এবং ভরসার বার্তা দেয়। মানবিকতার বার্তা দেয়। এমনটাই দাবি করছেন ছবির প্রযোজকেরা। ইতিমধ্যেই জোরকদমে ছবির কাজ শুরু করেছে টিম ফারাজ। কাজের ফাঁকে চলছে আড্ডাও। নিজের টিমের সঙ্গে তোলা বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হনসল।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2WXVKYV
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads