Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3lFslxc
এবার বাজারে আসছে পুরুষদের গর্ভনিরোধক পিল! https://ift.tt/3lIw8cX
এই সময় ডিজিটাল ডেস্ক: নয়া আবিষ্কার! বাজারে এবার আসছে পুরুষদের গর্ভনিরোধক পিল। স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, গবেষণা পুরোপুরি সফল হলে আর অল্প কিছুদিনের মধ্যেই বাজারে আসছে পুরুষদের গর্ভনিরোধক পিল। যা একাধারে সুরক্ষিত এবং কার্যকরী বলেই জানাচ্ছেন গবেষণকরা। ডান্ডি বিশ্ববিদ্যালয়ের রিপ্রোডাকটিভ মেডিসিন বিভাগের অধ্যাপক ক্রিস ব্যারেট সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি গবেষণাপত্র শেয়ার করেন। তিনি বলেন, 'কন্ডোম আবিষ্কার হওয়ার পর থেকে পুরুষদের নিয়ে কোনও নয়া আবিষ্কার হয়নি। মূলত অনিচ্ছাকৃত গর্ভধারণের দায়িত্ব বর্তায় মহিলাদের উপরই। এই নিয়মটিকে বদলাতেই আমাদের বর্তমান গবেষণা।' এ প্রসঙ্গে গবেষণায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অধ্যাপক ধন্যবাদ জানান বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে। তিনি আরও বলেন, 'দু'বছর ধরে গবেষণার ফল হিসেবে আমরা একটি ড্রাগ তৈরি করতে সক্ষম হয়েছি। এই গবেষণা সফল হলে, তা আগামীদিনে পুরুষ গর্ভধারণের ক্ষেত্রে একটি যুগান্তকারী আবিষ্কার হতে চলেছে।' জানা গিয়েছে, এই মুহূর্তে গবেষণাটির জন্য ১.৭ মিলিয়ন অর্থ খরচ হচ্ছে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার পুরুষ গর্ভনিরোধক পিল তৈরির চেষ্টা হয়েছে। যদিও নানা কারণে তা সম্ভব হয়নি। কখনও বাধা হয়ে দাঁড়িয়েছে স্পার্ম বায়োলজি সংক্রান্ত গবেষণা। এ ক্ষেত্রে পুরুষ স্পার্মে থাকা প্রোটিনের পরিমাণেই কি ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে। যদিও কখনও গর্ভনিরোধক পিল আবিষ্কারে তা সাফল্য আনেনি। তবে স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা বায়োলজিতে নতুন দিক খুলে দেবে বলেই মনে করা হচ্ছে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3lFslxc
Previous article
Next article
Leave Comments
Post a Comment