Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3gJElKx
সিকিমের মৎস্য দপ্তের চলছে আধিকারিক নিয়োগ, জানুন সব তথ্য https://ift.tt/3kCbfhj

এই সময় ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে অফিসার নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য সিকিমের পাবলিক সার্ভিস কমিশন। কমিশনের সরকারি ওয়েবসাইটে এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। রাজ্যের মৎস্য দপ্তরে ব্লক মৎস্য আধিকারিক ও মৎস্য রক্ষক হিসেবে প্রার্থীদের নিয়োগ করা হবে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা কমশনের ওয়েবসাইট www.spscskm.gov.in-এ গিয়ে তাঁদের আদেবন জমা করতে পারেন। মনে রাখবেন, আবেদন জমা করার শেষ তারিখ 15 সেপ্টেম্বর 2021। আসুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন করে কর্মী নিয়োগ করবে সিকিম সরকার। পদের নাম ও শূন্য পদের সংখ্যা
- ব্লক মৎস্য আধিকারিক - এই পদে মোট ১১ জন অফিসার নিয়োগ করা হবে।
- মৎস্য রক্ষক- এই পদে মোট ১৩ জন কর্মী নিয়োগ করা হবে।
- ব্লক মৎস্য আধিকারিক- এই পদে আবেদনকারী প্রার্থীকে মৎস্য নিয়ে স্নাতক স্তরের পরীক্ষায় অবশ্যই পাশ করে থাকতে হবে।
- মৎস্য রক্ষক- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম প্রাণীবিদ্যায় B.Sc পাশ করে থাকতে হবে।
- ব্লক মৎস্য আধিকারিক- Level 10 Pay Matrix অনুযায়ী বেতন পাবেন এই অফিসাররা।
- মৎস্য রক্ষক- Level 6 Pay Matrix অনুযায়ী বেতন পাবেন প্রার্থীরা।
- এই পদে আবেদন করার জন্য সিকিম পাবলিক সার্ভিস কমিশনের সরকারি ওয়েবসাইটে গিয়ে তাঁদের আবেদন জমা করতে হবে।
- ওয়েবসাইটের হোম পেজে recruitment/advertisement নামক ট্যাবটিতে 'Apply Online' নামক লিঙ্কটিতে ক্লিক করুন।
- প্রথমে প্রার্থীদের নিজেদের নাম নথিভুক্ত করতে হবে এই পোর্টালে। রেজিস্টার করার জন্য নিজের তথ্য, ই-মেল আইডি ও ফোন নম্বর দিতে হবে প্রার্থীকে।
- রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর এই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করে নিজেদের আবেদনপত্র জমা করতে পারবেন প্রার্থীরা।
- আবেদনপত্রে নিজের ব্যপারে সব তথ্য দিন, নথি আপলোড করুন ও আবেদনের ফি জমা করুন।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3gJElKx
Previous article
Next article
Leave Comments
Post a Comment