Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3DwIvPE
সাপ্তাহিক রাশিফল: প্রতারিত হতে পারেন সিংহের জাতকরা, ব্যবসায় সুফল বৃষের https://ift.tt/3zsBwF3

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: আজ সোমবার ৩০ অগাস্ট ২০২১ থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ। এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কেমন কাটবে বিভিন্ন রাশির দিন? সপ্তাহের প্রথম দিনেই রয়েছে জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি হিসেবে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। দেখে নেওয়া যাক এই সপ্তাহটি বিভিন্ন রাশির জাতকদের কার কেমন কাটবে। এই সপ্তাহের টোটকা: সপ্তাহের প্রথম দিনেই জন্মাষ্টমী। সেদিন একটি বাঁশি শ্রীকৃষ্ণের চরণে রেখে পরে ঘরে রেখে দিন। এর ফলে আর্থিক শ্রীবৃদ্ধি হবে। এছাড়া এদিন একটি ময়ূরের পালক শ্রীকৃষ্ণের চরণে ঠেকিয়ে বইয়ের মধ্যে রাখলে ছাত্র-ছাত্রীদের বিদ্যায় শুভ ফল লাভ। মেষ রাশি এই সপ্তাহে সামাজিক কাজে সুনাম বৃদ্ধি। দুঃস্থ ব্যক্তিদের সাহায্য করে মানসিক আনন্দ। কর্মসূত্রে ভ্রমণযোগ। নিকটজনের সাথে সম্পর্কের টানাপোড়েনের জন্য মানসিক কষ্ট। হার্টের রোগীরা সাবধানে থাকুন। শিল্পীদের ও রাজনীতিবিদদের দারুন অগ্রগতি। বিরোধীরা ধরাশায়ী হবে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসায় লাভ। চোখের রোগের প্রকোপ বৃদ্ধি। দাঁত ও ইউরিনাল সমস্যা হতে পারে। তবে বড় ধরনের রোগের আশঙ্কা নেই। ছাত্র-ছাত্রীদের শুভ ফল। দাম্পত্য জীবনে মধুর প্রেমের পালা। গৃহে শুভ অনুষ্ঠানের প্রস্তুতি। বৃষ রাশি কোনও একটা বিশেষ ইচ্ছা পূর্ণ না হওয়ায় মানসিক কষ্ট। শত্রু বৃদ্ধি। সজাগ থাকুন। ভ্রমণকালীন দুর্ঘটনার যোগ। যানবাহন সাবধানে চালান। ছাত্র-ছাত্রীদের শুভ ফল। সপ্তাহের মাঝামাঝি সময়ে অনেক টাকা লাগবে। বকেয়া কাজ শেষ হয়ে যাবে। মানসিক আনন্দলাভ। মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি। ব্যবসায় সুফল আশা করা যাচ্ছে। শেয়ার ব্যবসা ও মিউচুয়াল ফান্ডে লগ্নি লাভদায়ক হবে। নানা কাজে ব্যস্ততা বৃদ্ধি। স্বামী-স্ত্রীর মধ্যে মতভেদ তবে বড় আকার নেবে না। প্রেমের ক্ষেত্র মধুর। উপহার প্রাপ্তি। আনন্দ অনুষ্ঠানে যোগদান। হোটেল ব্যবসা ও ডাক্তারবাবুদের প্রভূত লাভ। মিথুন রাশি মান সম্মান বৃদ্ধি। অফিসের বস থাকবেন প্রসন্ন। গৃহে অতিথি সমাগম ও আনন্দ অনুষ্ঠান। খরচা বৃদ্ধির ফলে মনে আশঙ্কা। শত্রুরা ক্ষতি করতে চাইবে তাই সাবধানে থাকুন। কর্মক্ষেত্রে ফ্যাক্টরিতে কর্মচারী সংক্রান্ত সমস্যায় ভোগান্তি। সপ্তাহের শেষে হওয়া কাজ আটকে যেতে পারে। ভাইয়ের ব্যবহারে মানসিক কষ্ট লাভ। ভ্রমণের পরিকল্পনা শেষ মুহূর্তে বানচাল হয়ে যেতে পারে। সন্তানের সাফল্যে আনন্দলাভ। স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে মতভেদ। ছাত্র-ছাত্রীর শুভ ফল। প্রেম সুপারহিট। শিল্পীদের শুভ। চোখের সমস্যা ও হাঁটুর ব্যথায় কষ্ট। কর্কট রাশি আর্থিক ক্ষতি। স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি যদিও তা ক্ষণস্থায়ী ও অমূলক। যকৃৎ বা পেটের সমস্যায় ভোগান্তি। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ আসতে পারে। বিদ্যায় অমনোযোগিতার জন্য ক্ষতি। ব্যবসায়ীদের নতুন কিছু সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে শুভ ভাগটাই বেশি। সাংবাদিক, বস্ত্র ব্যবসায়ী, নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যবসা ও হোটেল ব্যবসায় লাভ। বেসরকারি ক্ষেত্রে কর্মে সাফল্য। সেলসম্যানদের টার্গেট পূরণ। বুঝেসুঝে নতুন বন্ধু করুন। অসভ্য বন্ধু থেকে ক্ষতির সম্ভাবনা। পিতার স্বাস্থ্য চিন্তার কারণ। উচ্চশিক্ষায় সাফল্য। জায়গা-জমির কারবার এখন থেমে থাকবে। মূল্যবান দ্রব্য কেনার ঝোঁক। গৃহে ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতি। সিংহ রাশি চুরি বা পকেটমারি থেকে ক্ষতির সম্ভাবনা। মোবাইলের মাধ্যমে কেউ ওটিপি জানতে চাইলে বা ব্যাংক সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে দেবেন না, এতে প্রতারিত হতে পারেন। কর্মক্ষেত্রে আশাতীত সাফল্য নির্দেশ করছে। ছোটখাটো ভ্রমণযোগ, সেটা কর্মসূত্রে হতে পারে আবার আনন্দভ্রমণও হতে পারে। তীর্থস্থান দর্শন। ছাত্র-ছাত্রীদের শুভ ফল। আংশিক হৃদরোগের সম্ভাবনা। আয় বুঝে ব্যয় করুন। মাথার যন্ত্রণায় কষ্টভোগ। ঠান্ডা সর্দি থেকে কষ্টভোগ। যানবাহন সাবধানে চালান। সপ্তাহের শেষে বন্ধু-বান্ধবের সঙ্গে জমিয়ে পার্টি নির্দেশ করছে। রাজনীতিতে আগ্রহ কমবে। শত্রুরুপী প্রিয়জনকে চিনতে পারবেন। গৃহে ধর্মীয় অনুষ্ঠানের যোগ। শত্রু নাশ। কন্যা রাশি বেকারদের অস্থায়ী কর্মযোগের সম্ভাবনা। ব্যবসায়ে শ্রীবৃদ্ধি। আর্থিক শুভ। পাওনা অর্থ উদ্ধার। সঞ্চয় বৃদ্ধি তবে নতুন করে কাউকে অর্থ ধার না দেওয়াই ভালো। নিকটজনের সাথে ভুল বোঝাবুঝির দরুণ মানসিক কষ্ট। ইএনটি সমস্যায় ভোগান্তি। পুরনো রোগ থেকে মুক্তি। সপ্তাহের শুরুতে যা ভেবে রেখেছিলেন তা না হওয়ায় হতাশা। টেকনিক্যাল লাইনে উন্নতি। ছাত্র-ছাত্রীদের শুভ। স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর হবে। বিদেশ থেকে সুখবর প্রাপ্তি। রাজনীতি, ওকালতি, ইভেন্ট ম্যানেজমেন্টে সাফল্য। তুলা রাশি নানাবিধ সূত্র থেকে রোজগার বৃদ্ধি। যশলাভ। গৃহে ধর্মীয় অনুষ্ঠান। ব্যবসায় প্রভূত লাভ। হোটেল ব্যবসা ওষুধ ব্যবসায় প্রচুর লাভ। ভাইয়ের সাথে মতভেদ। সেলসম্যানদের টার্গেট পূরণ। অফিসের বস থাকবে প্রসন্ন। সঞ্চয় বৃদ্ধি। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা। সন্তান নিয়ে উদ্বেগের অবসান। বেকারদের অস্থায়ী কর্মের যোগ। রক্তসম্পর্কীয় অসুখে ভোগান্তি, সাবধানতা জরুরি। ছাত্র-ছাত্রীদের ভ্রমণযোগ। রাজনীতিতে শুভ ও সাংবাদিকদের শুভ। বৃশ্চিক রাশি এই সপ্তাহে স্বাস্থ্য কিন্তু ভোগাবে, সাবধানে থাকুন। শরিকি বিবাদ মাথাচাড়া দেবে। আয় বৃদ্ধি। ব্যবসায় লাভ। কর্মক্ষেত্রে উন্নতি। ব্যবসায় ব্যস্ততা বৃদ্ধি। তবু ব্যবসা সংক্রান্ত কাজ ফেলে না রাখাই ভালো। সপ্তাহের মাঝে সার্বিক শুভ। মানসিক তৃপ্তি। কর্মক্ষেত্রে পদোন্নতি। মাইনে বৃদ্ধি হতে পারে। শত্রুদের থেকে সাবধান। ছাত্র-ছাত্রীদের শুভ। তৃতীয় পক্ষকে ঘিরে দাম্পত্য জীবনে সন্দেহ। রাজনীতিতে প্রতিযোগিতা পিছু হটবে। গৃহে শুভ অনুষ্ঠান। ধনু রাশি গ্যাস অম্বল যাতে না হয় সে জন্য খাওয়া-দাওয়ার বিষয়ে সজাগ থাকুন। নার্ভের রোগীরা সচেতন থাকুন। বুদ্ধির ভুলে ক্ষতি। গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান। যে কোনও কাজ একবারের জায়গায় দুই বার ভেবে করুন। প্রেমে প্রতারিত হতে পারেন। ছাত্র-ছাত্রীদের ভুল পথে চলার জন্য ক্ষতি। কর্মক্ষেত্রে মনের মত ফলাফল হবে না। ব্যবসায় বিনিয়োগ করুন। পার্টনারশিপ ব্যবসার ভুল-বোঝাবুঝি। হারানো জিনিস উদ্ধার। ধার্মিক মনোভাব বৃদ্ধি। মকর রাশি যানবাহন সাবধানে চালান। রাস্তাঘাট দেখে চলাচল করুন। দুর্ঘটনার যোগ আছে। গাড়ির কাগজপত্র বিশেষত পলিউশন পেপার ও ইন্সুরেন্স দেখে নিন। ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা। বুঝে বিনিয়োগ করুন। ডাক্তার না দেখিয়ে ওষুধ খেলে হীতে বিপরীত হতে পারে। চিকিৎসার ব্যয় বৃদ্ধি। বন্ধুর সাথে মতবিরোধ। নানাদিক থেকে খরচ বৃদ্ধি। মূল্যবান দ্রব্যাদি বিশেষত ইলেকট্রনিক জিনিস কিনতে পারেন। কারোর বিপদে সাহায্য করে মানসিক আনন্দ। সপ্তাহের শেষে ব্যবসায় কিছু লাভের আশা। কর্মক্ষেত্রে জটিলতা। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি। ছাত্র-ছাত্রীর জন্য সময় খুব শুভ নয়। কুম্ভ রাশি সপরিবারে ভ্রমণ। প্রিয়জনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে উৎকণ্ঠা। নতুন কর্মের যোগাযোগ। সামাজিক মর্যাদা বৃদ্ধি। ব্যবসায়ে শ্রীবৃদ্ধি, হোটেল রেস্তোরাঁ ব্যবসায় আশাতীত লাভ। এ ছাড়া নার্সিংহোম, ওষুধের ব্যবসা, মোটরগাড়ির ব্যবসায় সাফল্য। উচ্চশিক্ষায় উন্নতি। ছাত্র-ছাত্রীদের শুভ। সরকারি কর্মচারীদের ব্যস্ততা বৃদ্ধি। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে। সন্তানের সাফল্যের আনন্দ লাভ। প্রেম সুপারহিট। মীন রাশি মানসিক উদাসীন ভাব। দুঃসংবাদ প্রাপ্তি। বিশেষ করে পিতৃকুল থেকে খারাপ খবর আসতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ বদলির সম্ভাবনা। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধানে থাকুন। সামাজিক মর্যাদা বৃদ্ধি। রাজনীতিতে শুভ। যানবাহন নিয়ে ভোগান্তি। সন্তানের স্বাস্থ্য চিন্তার বিষয়। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব বৃদ্ধি। ব্যবসায়। কিঞ্চিত লাভ। ধার্মিক মনোভাব বৃদ্ধি। গৃহে শুভ অনুষ্ঠান। ধার দেওয়া অর্থ আংশিক উদ্ধার। ছাত্র-ছাত্রীর জন্য সময় খুব শুভ নয়।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3DwIvPE
Previous article
Next article
Leave Comments
Post a Comment