Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2WtQRas
ভিকি কৌশলের ‘The Immortal Ashwatthama’ বিশ বাঁও জলে https://ift.tt/3kF50tr

এই সময় ডিজিটাল ডেস্ক: ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর বর্ষপূর্তিতে ভিকি কৌশলের (Vicky Kaushal) পরবর্তী ছবি The Immortal Ashwatthama ঘোষণা করা হয়। 'উরি' ছবির সাফল্যের পর পরিচালক আদিত্য ধর ও অভিনেতা Vicky Kaushal-এর এটি দ্বিতীয় ছবি। সম্প্রতি ছবির বেশ কিছু পোস্টার সামনে এনেছিলেন ছবির নির্মাতারা। ছবিটির প্রযোজনার দায়িত্বে ছিলেন রনি স্ক্রওয়ালা। তবে এই মুহূর্তে নির্মাতাদের তরফ থেকে জানা গিয়েছে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে The Immortal Ashwatthama-এর ছবির কাজ। করোনা অতিমারির কারণে বন্ধ ছিল সিনেমার শ্যুটিং। মুম্বইয়ে টানা লকডাউনের কারণে বন্ধ ছিল সিনেমা-ওয়েব সিরিজ-ধারাবাহিকের কাজ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ছন্দে ফিরছে গোটা দেশ। শুরু হয়েছে সিরিয়াল-সিনেমার শ্যুটিং। বহু সিনেমার শ্যুটিং অসম্পূর্ণ রয়েছে। সে রকম একটি ছবি হল The Immortal Ashwatthama। সূত্রের খবর, বাজেটের কারণেই আপাতত বন্ধ হয়ে গেল এই ছবির কাজ। এটি একটি সুপার হিরোর ছবি। অ্যাকশন ড্রামায় ভরপুর ছিল চিত্রনাট্য। এই ছবির গল্প মহাভারত থেকে অনুপ্রাণিত। ছবিটি তৈরি হলে Vicky Kaushal-কে দেখা যেত মাইথোলজিক্যাল চরিত্রে। Vicky Kaushal ছাড়াও ছবিতে থাকার কথা ছিল Sara Ali Khan-এর। প্রায় দু'বছর আগে ঘোষণা হয় এই ছবি। প্রি প্রোডাকশন পর্যায়েই ছিল ছবি। যার কারণে ইতিমধ্যেই প্রায় ৩০ কোটি টাকা খরচ করেছেন প্রযোজকের। এছাড়াও অন্যতম কারণ হল করোনা অতিমারি। এটা ঠিক যে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হচ্ছে, তবে সিনেমা বা ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও নিশ্চিত নয় সিনেমার ভবিষ্যৎ নিয়ে। তাই ছবির বাজেট শ্যুটিং শুরুর আগেই এতটা বেড়ে যাওয়ায় ছবির প্রযোজক রনি স্ক্রুয়ালা এই সিদ্ধান্ত নেন। এমনিতেই সুপারহিরো ছবির খরচা সবসময় বেশি হয়। সূত্রের খবর, কোভিড পরিস্থিতিতে ছবির ব্যবসায়িক সাফল্য নিয়ে নির্মাতারা নিশ্চিত হতে না পারায় আপাতত স্থগিত হয়ে গেল Vickey Kaushal-এর The Immortal Ashwatthama। আপাতত বন্ধ হয়ে গেলেও এই ছবি যে কোনও দিনও আর তৈরি হবে না তা এখনই বলা যায় না। নতুন ইনভেস্টার্সের খোঁজ করছেন এই ছবির পরিচালক ও নির্মাতারা। সূত্রের খবর, একাধিক মিটিং, VFX ও অ্যাকশন টিমের পিছনে ও রেকিতে এই পরিমাণ অর্থ খরচ হওয়ায় বড় পর্দায় আপাতত দেখা যাবে না Vicky-Sara জুটিকে। তবে এই ছবিটি ছাড়াও Vicky-র হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি, যেমন মেঘনা গুলজারের Sam Bahadur, সুজিত সরকারে Sardar Udham Singh ও করণ জোহরের Takht। চলতি বছরের সেপ্টেম্বরেই মুক্তি পাওয়ার কথা Sam Bahadur ও Sardar Udham Singh ছবিটির।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2WtQRas
Previous article
Next article
Leave Comments
Post a Comment