এবার 'খেলা হবে' বিপ্লবের রাজ্যে, মিশন ত্রিপুরায় অভিষেক https://ift.tt/3ih1lBM - MAS News bengali

এবার 'খেলা হবে' বিপ্লবের রাজ্যে, মিশন ত্রিপুরায় অভিষেক https://ift.tt/3ih1lBM

এই সময় ডিজিটাল ডেস্ক: বঙ্গ রাজনীতির স্ট্র্যাটেজিতেই খেলা শুরু ত্রিপুরার মাটিতে। বাংলা বিজয়ের পর ত্রিপুরাতেও ঘাসফুল ফোটানোর দায়িত্বে বঙ্গ ব্রিগেডের হেভিওয়েটরা হাজির বিপ্লব দেবের রাজ্য। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সংস্থা I Pac ঘটনার রেশ বজায় থাকতে থাকতে সোমবার মিশন ত্রিপুরায় দলের সেকেন্ড ইন-কম্যান্ড, তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। Pac ইস্যুতে সরগরম ত্রিপুরায় ইতিমধ্যেই হাজির ঋতব্রত বন্দ্যোপাধ্যায় , মন্ত্রী Bratya Basu, মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ও’ব্রায়েন সহ একাধিক নেতা মন্ত্রীরা। হাজির হয়েছে খেলা হবে স্লোগান রচয়িতা ও তৃণমূলের যুব নেতা Debangshu Bhattacharya। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আগমন বার্তাতে ফুটছে ত্রিপুরা। দলের কর্মীদের সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনের প্রাক্কালে খেলা হবে স্লোগান তুলে সংগঠনের কর্মীদের মনোবল চাঙ্গা করছেন যুব নেতা দেবাংশু, সুদীপ রাহা, জয়া দত্তরা। দলীয় সূত্রে খবর, সোমবার ত্রিপুরায় পৌঁছে অভিষেক প্রথমে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন। তারপর দুপুরে দলের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসবেন। পরে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশের সাফল্যের মন্ত্রকেই হাতিয়ার করে ত্রিপুরার পিচে শুরু তৃণমূলের দাপুটে ব্যাটিং। বৃহস্পতিবার কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক, প্রকাশ দাস সহ ৪০ জন বিভিন্ন স্তরের কংগ্রেস নেতা-কর্মী যোগ দেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসে। তৃণমূল যে ত্রিপুরায় সংগঠন ঢেলে সাজছে এবং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে, সেটা বৃহস্পতিবার সেখানকার কংগ্রেস নেতা ও প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিকের ঘাসফুলে যোগদান থেকেই স্পষ্ট হয়েছে। অভিষেকের পর আগামী দিনে ত্রিপুরায় গিয়ে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে সুর চড়াবেন, সেই ইঙ্গিতই দিয়েছেন তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদরা।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3iiIoyK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads