বর্তির বিলে আচমকা পুলিশি হানা, আটক ১০ https://ift.tt/3ifs4yP - MAS News bengali

বর্তির বিলে আচমকা পুলিশি হানা, আটক ১০ https://ift.tt/3ifs4yP

এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তর ২৪ পরগনার আমডাঙার বেড়াবেড়িয়া এলাকার এখন জেলার সুপ্রসিদ্ধ স্থান। প্রকৃতিপ্রমী উত্তর ২৪ পরগনার বাসিন্দা অথচ বর্তির বিলের নাম শোনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। সেই বর্তির বিলে এবার পুলিশি হানা। করোনা বিধি ভাঙার খবর পেয়েই বর্তির বিলে হানা দিল পুলিশ। রবিবার বর্তির বিলে ভিড় হয় প্রচুর। শয়ে শয়ে মানুষ দূর-দূরান্ত থেকে এই এলাকায় আসে। গত দু'বছর ধরে জনপ্রিয় হয়ে উঠেছে এই এলাকা। রবিবার বর্তির বিলে পুলিশি হানায় ধরা পড়ল করোনা বিধি ভাঙার ঘটনা। করোনা বিধি না মানায় ১০ জনকে আটক করেছে আমডাঙা থানার পুলিশ। মাস্ক না পরা ও শারীরিক দূরত্ব বিধি না মানায় ওই ১০ জনকে আটক করেছে পুলিশ। বর্তির বিলে বিঘার পর বিঘা জমি জলে ডুবে রয়েছে। সেখানে নৌকায় চড়া, খোলামেলা পরিবেশ উপভোগ করতে ভিড় জমান হাজার হাজার মানুষ। বিশেষ করে শনি ও রবিবার প্রচুর মানুষ প্রকৃতির শোভা উপভোগ করতে ভিড় জমান। কেউ আবার, ফটোগ্রাফি করতেও আসেন। তবে এসবের মধ্যেই অভিযোগ উঠেছে করোনা বিধি ভঙ্গের। অভিযোগ, মৃদু বাতাস উপভোগ করতে করতে অনেকেই তোয়াক্কা করছেন না করোনা বিধির। কেউ শারীরিক দূরত্ব বিধি শিকেয় তুলছেন, আবার কেউ মুখ থেকে মাস্ক খুলে ফেলছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানাচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও অসামাজিক কাজকর্ম যাতে না হয়, তার জন্যেই এই পুলিশি হানা। মানুষ যাতে কোভিড বিধি মেনে চলে, তার দিকে সজাগ দৃষ্টি রাখতেই এই অভিযান।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3yirQwh
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads