Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/37ADFCB
অলিম্পিকে ভারতের ইতিহাস, ৪১ বছর পর হকিতে পদক জয় https://ift.tt/3fxAQpX
এই সময় ডিজিটাল ডেস্ক: ১৯৮০ থেকে ২০২১। ব্যবধান ৪১ বছরের। অলিম্পিকে পুরুষদের হকিতে (Men’s Team) পদক জয়ের পোডিয়ামে ফের উড়ল ভারতীয় পতাকা। ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ দল। তৈরি হল ইতিহাস। তবে এই ইতিহাস লেখাটা অতটা সোজা ছিল না। বেলজিয়ামের কাছে হারের পরও হাতছাড়া হয় সোনা। কিন্তু তাতেও দমানো যায়নি শ্রীজেশদের। যার প্রমাণ পাওয়া গেল ব্রোঞ্জ পদকে ম্যাচে জার্মানির বিপক্ষে। একপ্রকার হাড্ডাহাড্ডি লড়াইয়ে জার্মানিকে পরাস্ত করল ভারত। ভারতীয় হকি দলের জয়কে 'ঐতিহাসিক' বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে জার্মানি। ফলস্বরূপ ম্যাচের ২ মিনিটের মাথায় একটি গোলে এগিয়ে যায় তারা। ভারতের ডিফেন্স ভেঙে গোল করেন জার্মানির টিমুর অউর্জ। তবে প্রথম গোল খাওয়ার পরও দমে যায়নি ভারত। পাল্টা লড়াই চালিয়ে যানমনপ্রীতরা। ফলস্বরূপ ম্যাচের ৭ মিনিটের মাথায় একটি পেনাল্টি পায় ভারত। যদিও তা ফলস্বরূপ হয়নি। এরপর ম্যাচের ১২ ও ১৫ মিনিটের মাথায় জার্মানি যথাক্রমে একটি পেনাল্টি ও গোলের সুযোগ তৈরি করে। কিন্তু, ভারতের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় তারা। হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় দ্বিতীয় কোয়ার্টারে। বল পেন্ডুলামের মতো দুলতে থাকে এ প্রান্ত থেকে ও প্রান্ত। কোয়ার্টারের শুরুতেই দারুণভাবে লড়াইয়ে ফিরে আসে ভারত। ম্যাচের ১৭ মিনিটের মাথায় প্রতি আক্রমণে গোল করে ভারত। জার্মানির হাই লাইন আপ ফ্রন্টের সুযোগ নিয়ে গোল করে যায় তারা। নীলকান্ত শর্মার চোখ ধাঁধানো পাস জালে জড়াতে ভুল করেননি সিমরনজিৎ সিং। তবে ম্যাচে এই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ২৪ ও ২৫ মিনিটের মাথায় পরপর দুটি গোল করে এগিয়ে যায় জার্মানি। ভারতীয় ডিফেন্সের ভুলে সুযোগ নিয়ে দুই গোল করে জার্মান। ম্যাচের ২৭ মিনিটের মাথায় একটি পেনাল্টি আদায় করে ভারত। রূপিন্দর সিংয়ের পেনাল্টি থেকে বল গোলে জড়াতে ভুল করেননি হার্দিক সিং। এর ঠিক দু’মিনিটের মাথায় ফের পেলান্টি জার্মানির। ফের গোল। ম্যাচের স্কোর হয় ৩-৩। বিশেষজ্ঞদের মতে এই ১৫ মিনিট ছিল অলিম্পিক্সে সবথেকে হাড্ডাহাড্ডি কোয়ার্টার। দ্বিতীয় কোয়ার্টারের শেষে রক্ষ্মণাত্মক থাকলেও ভারতের মনোবলে একফোঁটাও চিড় ধরেনি তার প্রমাণ পাওয়া গেল তৃতীয় কোয়ার্টারে। ৩১ মিনিটে দুরন্তভাবে ফিরে আসে। রূপিন্দর পাল সিংয়ের পেনাল্টিকে গোলে রূপান্তরিত করতে ভুল করেননি। ৩৪ মিনিটের মাথায় ফের গোল পায় ভারত সিমরনজিৎ সিংয়ের গোলে ৫-৩ গোলে এগিয়ে যায় মেন ইন ব্লু-রা। পঞ্চম কোয়ার্টারের শুরুতে ৪৮ মিনিটে লুকাস ওয়েটফিডারের গোলে ব্যবধান কমায় জার্মানি। ম্যাচে মোট ৬টা পেনাল্টি ও ৭টা গোলমুখী শট নিয়েছে তিনি। ম্যাচের ৫২ মিনিটের মাথায় গোলের সুযোগ তৈরি করে ভারত। কিন্তু জার্মানির গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন মনদীপ সিং। ৫০ মিনিটের মাথায় কড়া ট্যাকলের জন্য হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জার্মান অধিনায়ক টবিয়াস হাউকে। ম্যাচের শেষলগ্নে গোলের জন্য মরিয়া হয়ে পড়ে জার্মানি। একটা সময় জার্মান গোলকিপারকে নিজের দুর্গ ছেড়ে উঠতে হয়। পরপর দুটি পেনাল্টিও আদায় করে তারা কিন্ত শ্রীজেশের দুরন্ত দক্ষতায় দুর্গ রক্ষা হয়। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫-৪ গোলে জয়লাভ করে ভারত।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/37ADFCB
Previous article
Next article
Leave Comments
Post a Comment