বন্যার বলি ১৬, উদ্ধারে বায়ুসেনা https://ift.tt/3fplLGY - MAS News bengali

বন্যার বলি ১৬, উদ্ধারে বায়ুসেনা https://ift.tt/3fplLGY

এই সময়: নিম্নচাপের বৃষ্টি কমে গেলেও জলাধার থেকে ছাড়া জলে ক্রমেই ভয়াবহ হচ্ছে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি। সরকারি হিসেবে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এরা সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অথবা দেওয়াল ভেঙে মারা গিয়েছেন। কালিম্পংয়ে দু'জনের মৃত্যু হয়েছে ধসে। পশ্চিম বর্ধমানে কাঁচা বাড়ি ভেঙে এক জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে রাজ্য সরকার এককালীন দু'লক্ষ টাকা দেবে। ইতিমধ্যেই বন্যা বিধ্বস্ত বাংলায় মৃতদের তালিকা তৈরি করে সরকারি সাহায্য দ্রুত দুর্গত পরিবারের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের বলেন, 'নিজের জেলায় বানভাসিদের পাশে থেকে কাজ করুন। ত্রাণ যেন সময় মতো পৌঁছে দেওয়া হয় সেটা দেখুন। সমস্যা হলে ত্রাণমন্ত্রী জাভেদ খান ও জলসম্পদ অনুসন্ধান মন্ত্রী মানস ভুঁইঞার সঙ্গে যোগাযোগ করবেন।' এ দিন সকালেই হুগলির খানাকুলে ৩১ জন জলবন্দিকে বায়ুসেনা আকাশপথে উদ্ধার করে। তাঁদের আরামবাগ গার্লস কলেজে রাখা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার খানাকুলে যেতে বলা হয়েছে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে। এ দিন বন্যাবিধ্বস্ত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পরিদর্শন করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। সোমবার সকালে মাইথন থেকে ছাড়া জলের পরিমাণ কিছুটা বাড়ানো হলেও পাঞ্চেত থেকে জলের পরিমাণ কিছুটা কমানো হয়েছে। সব মিলিয়ে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে এ দিন এক লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। এরমধ্যে মাইথন থেকে ২০ হাজার এবং পাঞ্চেত থেকে ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে ডিভিসি সূত্রে খবর। দামোদরের নিম্নবর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ কমায় এই সিদ্ধান্ত। তেনুঘাটের ইঞ্জিনিয়ার পঙ্কজ কুমার জানান, সোমবার দুপুর আড়াইটে নাগাদ তেনুঘাটের পাঁচটি রেডিয়াল গেটই বন্ধ করে দেওয়া হয়। তার ফলে পাঞ্চেতের দিকে দুপুর আড়াইটা থেকে জল যাওয়া সম্পূর্ণ বন্ধ হয়েছে। আশা করা যায় এ ভাবে জলের পরিমাণ মঙ্গলবারও কমলে বর্ধমান হাওড়া হুগলির নিম্ন এলাকায় প্লাবনে কিছুটা রাশ টানা যেতে পারে। বৃষ্টি বন্ধ হওয়ায় দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ কমেছে। সোমবার সকাল থেকে ১ লাখ ৪৪ হাজার কিউসেক জল ছাড়া হলেও বিকেলে তা কমে দাঁড়ায় ১ লাখ ৪১ হাজার কিউসেকে। রবিবার থেকেই রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের জলে ভাসছে খানাকুল। সোমবার রূপনারায়ণ ও দ্বারকেশ্বর আরও ভয়ানক হয়ে ওঠে। ডিভিসির ছাড়া জলে ভয়াল চেহারা নিয়েছে মুণ্ডেশ্বরীও। বন্যা কবলিতদের উদ্ধারে নামাতে হয়েছে সেনা। হেলিকপ্টারে করে দুর্গতদের নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। ড্রোন উড়িয়ে নজরদারি রাখা হচ্ছে বন্যা কবলিত এলাকার। মুণ্ডেশ্বরী নদীর জল বাড়তে থাকায় পুরশুড়ার বিভিন্ন অঞ্চলেও সোমবার দুপুর থেকে জল ঢুকতে শুরু করেছে। দ্বারকেশ্বর ও রূপনারায়ণের বাঁধ ভেঙে, অন্য দিকে ডিভিসির ছাড়া জল মুণ্ডেশ্বরী উপচিয়ে খানাকুল-২ ব্লকের ১১টি পঞ্চায়েত ভেসে গিয়েছে। হুগলির জেলাশাসক পি দীপা প্রিয়া বলেন, 'যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। ৮০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।' বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে উদয়নারায়ণপুরে। উদয়নারায়ণপুরের ৫৯টি গ্রাম বন্যার কবলে পড়েছে। প্রায় দেড় লক্ষ মানুষ বন্যা কবলিত। উদয়নারায়ণপুর ব্লকের দশটি পঞ্চায়েত কার্যত জলের তলায়। উদয়নারায়ণপুরকে ভাসিয়ে সেই জল আমতা-২ ব্লকের দিকে ছুটছে। উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীককুমার ঘোষ বলেন, 'উদয়নারায়ণপুর ব্লকের জন্য দু'টি এনডিআরএফের দল কাজ করছে। ২৯টি ত্রাণশিবির খোলা হয়েছে।' আমতা-২ ব্লকেও দশ সদস্যের একটি এনডিআরএফের দল কাজ করছে। ১১টি ত্রাণশিবির খোলা হয়েছে। পরিস্থিতি ঘোরালো ঘাটালেও। সোমবার ঘুরে দেখে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, 'ঘাটালে অনেকবার বন্যা পরিস্থিতি দেখতে এসেছি। এ বার দেখছি '৭৮-সালের চেয়েও অনেক বেশি ভয়াবহ। এ রকম পরিস্থিতি আগে কোনও দিন দেখিনি।' ঘাটাল পুরসভা এলাকা-সহ ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু জল। মন্ত্রীদের নৌকো দেখেই চারিদিক থেকে দুর্গতরা সাহায্যের জন্য চিৎকার শুরু করেন। অধিকাংশ বাড়ির একতলা জলের তলায়। কেউ দোতলা, তিনতলায়, কেউবা পরিবার নিয়ে ডুবে থাকা মাটির বাড়ির ছাউনির উপরে। খাবার জল ও ত্রিপলের জন্য তীব্র হাহাকার চারিদিকে। মন্ত্রী, জনপ্রতিনিধিদের সামনে পেয়ে হাউহাউ করে কেঁদে ফেলন অনিমা পোড়ে, অঞ্জনা পোড়ে, গণেশ পোড়ের মতো দুর্গতরা। মন্ত্রীরা নৌকায় করে নিয়ে যাওয়া ত্রাণ সামগ্রী, পানীয় জলের প্যাকেট এবং শুকনো খাবার তুলে দেন দুর্গতদের হাতে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jfB0Ua
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads