Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3flESSb
টিকায় করোনা-রোধ ৮৬%, প্রকাশ রাজ্যের সমীক্ষাতেও https://ift.tt/37g5C2f
এই সময়: সারা দুনিয়ায় তো বটেই, এ দেশেও টিকার সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে অনেক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। কমবেশি সব ক্ষেত্রেই দেখা গিয়েছে, টিকা নেওয়া লোকজনের সংক্রমিত হওয়ার আশঙ্কা কম। পশ্চিমবঙ্গ সরকারের একটি সমীক্ষাতেও দেখা যাচ্ছে, টিকা নেওয়ার পাশাপাশি সঠিক ভাবে মাস্ক পরলে ৮৬ শতাংশ ক্ষেত্রেই ঠেকানো সম্ভব। স্বাস্থ্য দফতর সূত্রে বক্তব্য, তাদের সাম্প্রতিক সেন্টিনেল সার্ভের একটি অংশের রিপোর্ট বিশ্লেষণ করেই এই ফল দেখা যাচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটা প্রত্যাশিতই ছিল। এতে টিকাকরণে আরও উৎসাহী হবেন মানুষ। জনগোষ্ঠীতে চুপিসাড়ে করোনা সংক্রমণ হয়েই চলেছে কি না বুঝতে সম্প্রতি সেন্টিনেল সার্ভে করেছে স্বাস্থ্য দফতর। উপসর্গহীন করোনা আক্রান্তের হার চিহ্নিত করাই ছিল উদ্দেশ্য। ২৩টি জেলা ও পাঁচটি স্বাস্থ্যজেলার ২৮টি হাসপাতালে ১১,২০০ জনের উপর হওয়া সমীক্ষায় প্রকাশ, করোনার কোনও রকম উপসর্গ নেই, এমন মাত্র ১ শতাংশ মানুষ বাস্তবে কোভিডে সংক্রমিত হচ্ছেন। সমীক্ষা চলাকালীন ৪২৭৬ জনের থেকে টিকাকরণ সংক্রান্ত তথ্যও জানা হয়। ওই ৪২৭৬ জনের মধ্যে ৬২২ জন টিকা নিয়েছেন এবং ৩৬৫৪ জন নেননি। যাঁরা টিকা নিয়েছেন, তাঁদের মধ্যে মাত্র এক জন করোনায় সংক্রমিত হন। আর যাঁরা টিকা নেননি, তাঁদের মধ্যে কোভিড ধরা পড়ে ৪৩ জনের শরীরে। আনুপাতিক বিচারে দেখা যাচ্ছে, টিকা নিয়ে ৮৬.৪ শতাংশ মানুষ করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন। অবশ্য এই সমীক্ষার রিপোর্ট সরকারি ভাবে এখনও প্রকাশ করা হয়নি। কিন্তু চিকিৎসকরা বলছেন, এতে টিকা নেওয়ার প্রতি মানুষের আস্থাই বাড়বে। তবে কোভিশিল্ড, কোভ্যাক্সিন বা হালের স্পুটনিক-ভি, দু'টি ডোজ টিকা নেওয়ার পরেও কেউ কেউ করোনা আক্রান্ত হচ্ছেন। মূলত করোনার ডেল্টা ভ্যারিয়েন্টেরই শিকার হচ্ছেন তাঁরা। কিন্তু আমজনতার একাংশের মনে এতে টিকা নিয়ে ভ্রান্ত ধারণা জন্মাচ্ছে! জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, এই ভ্রান্ত ধারণা মনে পুষে রাখলে মস্ত ভুলই হবে, রাজ্য সরকারের সমীক্ষাতেও কিন্তু প্রমাণ মিলল টিকার সুরক্ষার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ উচ্ছ্বলকুমার ভদ্র বলেন, 'কোনও টিকাতেই ১০০ শতাংশ মানুষ সুরক্ষিত হন না। করোনার টিকাও ব্যতিক্রম নয়। টিকা নিয়ে প্রায় ৮৬ শতাংশ মানুষ আক্রান্ত হননি মানে ১৪ শতাংশ মানুষ টিকা নিয়েও কোভিডে আক্রান্ত হয়েছেন। মনে রাখতে হবে, টিকা না-নিলে আরও অনেক বেশি মানুষ করোনার শিকার হতে পারতেন।' তিনি জানান, টিকার সবচেয়ে বড় সুবিধা হল, তা এই অতিমারী পরিস্থিতিতে ধীরে ধীরে রাশ টানবে। এক মত মাইক্রোবায়োলজি বিশেষজ্ঞ সুস্মিতা ভট্টাচার্য। তিনি বলেন, 'অনেকে শুধু টিকা নিয়েই ভাবছেন, সব ঝুঁকির ঊর্ধ্বে উঠে গেলেন! এমন মিথ্যে সুরক্ষাবোধ বিপদ ডেকে আনতে পারে। মনে রাখতে হবে, টিকা নিলেও যথাযথ ভাবে মাস্ক পরা ও অন্য সব করোনাবিধি মেনে চলতেই হবে। অন্যথায় সেই ফাঁক গলেই করোনা সেঁধিয়ে যেতে পারে শরীরে।'
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3flESSb
Previous article
Next article
Leave Comments
Post a Comment