'মেগা ভ্যাকসিন’ নিতে গিয়ে বিশৃঙ্খলা, পদপিষ্ট বেশ কয়েকজন https://ift.tt/3foqUPE - MAS News bengali

'মেগা ভ্যাকসিন’ নিতে গিয়ে বিশৃঙ্খলা, পদপিষ্ট বেশ কয়েকজন https://ift.tt/3foqUPE

এই সময় ডিজিটাল ডেস্ক : ‘মেগা ভ্যাকসিন’ নিতে গিয়ে পদপিষ্ট হলেন বহু মানুষ। সোমবার এমনই বিশৃঙ্খলার সাক্ষী থাকল বীরভূমের নলহাটি জুনিয়র হাইস্কুল। গুরুতর আহত শ্যামলী মণ্ডল, মোনালিসা পাণ্ডেরা গোটা ঘটনায় পুলিশ-প্রশাসনকেই অভিযোগের কাঠগড়ায় তুলেছেন। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান ‘মেগা ভ্যাকসিন’ নিতে আসা স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলহাটি পুরসভার তরফে এদিন নলহাটি জুনিয়র হাইস্কুলে কোভ্যাকসিন টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যবস্থা করা হয়। একসঙ্গে ১,৫০০ জনকে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নেয় পুর প্রশাসন। তাই এই কর্মসূচির নাম দেওয়া হয় ‘মেগা ভ্যাকসিন’। রবিবার নলহাটি পুরসভার তরফে মাইকিং করে এ বিষয়ে প্রচারও করা হয়। সেইমতো এদিন সকাল ৮টা থেকে বহু মানুষ নলহাটি জুনিয়ার হাইস্কুলের সামনে জড়ো হন। তারপর ১০টা নাগাদ স্কুলের গেট খুলতেই জমায়েত হওয়া ভ্যাকসিন গ্রাহকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। শুরু হয় চরম বিশৃঙ্খলা। আগে ভ্যাকসিন পেতে ধাক্কাধাক্কি, ছুটোছুটি শুরু করে দেন সকলে। ধাক্কা সামলাতে না পেরে অনেকেই মাটিতে লুটিয়ে পড়েন। তাঁদের উপর দিয়েই ছুটতে থাকেন বাকিরা। মেগা ভ্যাকসিন কেন্দ্রে চরম বিশৃঙ্খলার খবর পেয়ে স্কুলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ। তখন পুলিশ দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ভ্যাকসিন গ্রাহকেরা। বিশৃঙ্খলা এড়াতে যথাযথ ব্যবস্থা না করায় পুলিশকে ঘিরেই বিক্ষোভ দেখান ভ্যাকসিন-গ্রাহকেরা। এদিকে, হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত হন শ্যামলী মণ্ডল, মোনালিসা পাণ্ডের মতো অনেকেই। পুলিশের উপর ক্ষোভ উগরে দিয়ে ভ্যাকসিন না নিয়েই ফিরে যান তাঁরা। তাঁদের অভিযোগ, পুরসভা মাইকিং করে জানিয়ে দিল। কিন্তু ,কীভাবে ভ্যাকসিন দেওয়া হবে তার নিয়মকানুন ঠিক করেনি। ফলে সামাজিক দূরত্ববিধি শিকেয় তুলে ভ্যাকসিন নিতে বহু মানুষ ভিড় জমান। পুরসভার উচিত ছিল কুপন চালু করা। ভ্যাকসিন নিতে আসা অধিকাংশেরই মুখে মাস্ক ছিল না বলেও অভিযোগ উঠেছে। মেগা ভ্যাকসিন কেন্দ্রে বিশৃঙ্খলার কথা স্বীকার করে নিয়েছেন নলহাটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের BMOH সুজিত রায় বলেন, ‘পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে এবং ১৫৪০ জনকে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়।’ তবে যাঁরা ফিরে গিয়েছেন, তাঁদের পরবর্তীকালে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3C6hCl9
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads