Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3fG1g9g
কী ভাবে পুজো করবেন শিবলিঙ্গের? জেনে নিন ভরা শ্রাবণে, বাড়বে সুখ-সমৃদ্ধি https://ift.tt/3fHscpc
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: শ্রাবণ মাসে শিবপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে মনোস্কামনা অনুযায়ী করার কথা বলা হয়। প্রধানত শিবলিঙ্গ দু ধরনের হয়, উল্কা শিবলিঙ্গ ও পারদ শিবলিঙ্গ। প্রথম ধরনের শিবলিঙ্গ উল্কাপিণ্ডের মতো কালো ডিম্বাকৃতি হয়। এমন শিবলিঙ্গকে ভারতে জ্যোতির্লিঙ্গ বলা হয়। অন্যটি মানব নির্মিত হাতে তৈরি পারদ শিবলিঙ্গ। পারদ বিজ্ঞান আবার প্রাচীন বৈদিক বিজ্ঞান। এ ছাড়া পুরাণ অনুযায়ী ৬ প্রকারের শিবলিঙ্গ হয়ে থাকে- দেবলিঙ্গ, অসুরলিঙ্গ, অর্শলিঙ্গ, পুরাণলিঙ্গ, মনুষ্যলিঙ্গ ও স্বয়ম্ভূলিঙ্গ। শ্রাবণ মাসে ব্যক্তিকে স্বয়ম্ভূলিঙ্গ, পুরাণলিঙ্গ, মনুষ্যলিঙ্গ ও পারদ শিবলিঙ্গের পুজো করা উচিত। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী লিঙ্গ হল স্বয়ম্ভূলিঙ্গ। এখানে জানুন বিভিন্ন ধরনের শিবলিঙ্গ সম্পর্কে। আবার মনোস্কামনা অনুযায়ী কোন শিবলিঙ্গের পুজো করা উচিত জেনে নিন। দেবলিঙ্গ যে শিবলিঙ্গকে দেবতা বা অন্য কোনও প্রাণী স্থাপিত করেছে তাঁকে দেবলিঙ্গ বলা হয়। পৃথিবীতে প্রধান পরম্পরাগত দিক দিয়ে এটি দেবতাদের জন্য পূজিত হয়। অসুরলিঙ্গ অসুর দ্বারা যে শিবলিঙ্গের পুজো করা হয়, সেটি অসুরলিঙ্গ। রাবণের দ্বারা স্থাপিত শিবলিঙ্গটি অসুরলিঙ্গের অন্তর্ভূক্ত। দেবতা বিদ্বেষী রাবণের মতো শিবেরও অন্যান্য দৈত্য ভক্ত ছিলেন। অর্শলিঙ্গ প্রাচীন কালে অগস্ত্য মুনি দ্বারা স্থাপিত এমন লিঙ্গের পুজো করা হত। পুরাণলিঙ্গ প্রাচীন কালে ব্যক্তি দ্বারা স্থাপিত শিবলিঙ্গকে পুরাণ লিঙ্গ বলা হয়। পুরাণিক দ্বারা এই শিবলিঙ্গের পুজো করা হত। মনুষ্যলিঙ্গ প্রাচীনকাল বা মধ্যকালে ঐতিহাসিক মহাপুরুষ, ধনী ব্যক্তি, রাজা, মহারাজা দ্বারা স্থাপিত শিবলিঙ্গকে মনুষ্য শিবলিঙ্গ বলা হয়। স্বয়ম্ভূলিঙ্গ কোনও কারণবশত শিব স্বয়ং লিঙ্গ রূপে প্রকট হলে, এমন শিবলিঙ্গকে স্বয়ম্ভূ শিবলিঙ্গ বলা হয়। ভারতে নানান স্থানে স্বয়ম্ভূ শিবলিঙ্গ রয়েছে। বরদান স্বরূপ সে সমস্ত স্থানে প্রকট হয়েছিলেন মহাদেব। পারদ শিবলিঙ্গ এই শিবলিঙ্গ সাধারণত বাড়ি, অফিস, দোকান, ইত্যাদি স্থানে রাখা হয়। পারদ শিবলিঙ্গের পূজার্চনা করলে জীবনে সুখ-শান্তি ও সৌভাগ্য লাভ করা যায়। মিশ্রী শিবলিঙ্গ চিনি বা মিশ্রী দিয়ে এই শিবলিঙ্গ নির্মিত। প্রচলিত ধারণা অনুযায়ী এমন শিবলিঙ্গের পুজো করলে সমস্ত রোগ নাশ হয় এবং ব্যক্তি কষ্ট থেকে মুক্তি পায়। ভস্ম শিবলিঙ্গ যজ্ঞের ভস্ম থেকে তৈরি এই শিবলিঙ্গ সিদ্ধি লাভের সঙ্গে সম্পর্কযুক্ত। অঘোরী শিবভক্তরা ভস্মের শিবলিঙ্গের পুজো করে থাকে। জব ও চালের তৈরি শিবলিঙ্গ পারিবারিক সমৃদ্ধির জন্য এই শিবলিঙ্গের পুজো করা হয়। সন্তানসুখে বঞ্চিত দম্পতি জব ও চাল দিয়ে তৈরি শিবলিঙ্গের পুজো করলে, শীঘ্র সন্তান সুখ লাভ করতে পারে। গুড়ের শিবলিঙ্গ গুড় ও অন্ন মিলে তৈরি এই শিবলিঙ্গের পুজো করলে কৃষি কাজ ও অন্ন উৎপাদনে বৃদ্ধি হয়। ফল ও ফুলের শিবলিঙ্গ জমি, বাড়ির সমস্যা থেকে মুক্তির জন্য ফুল দিয়ে তৈরি শিবলিঙ্গের পুজো করা উচিত। অন্য দিকে ফলের শিবলিঙ্গের পুজো করলে পরিবারে অন্ন, জল ইত্যাদি ক্ষেত্রে বৃদ্ধি বজায় থাকে। স্বর্ণ ও রজতের শিবলিঙ্গ সোনা ও রুপোর ধাতুর তৈরি শিবলিঙ্গের পুজো করলে সুখ, সমৃদ্ধি ও ধন, বৈভব লাভ করা যায়। বিবর মাটির শিবলিঙ্গ সাপ, বিছের মতো বিষাক্ত প্রাণীর ভয় থেকে মুক্তি পেতে বিবর মাটির তৈরি শিবলিঙ্গের আরাধনা করা হয়। দইয়ের শিবলিঙ্গ কাপড়ে দই বেঁধে তৈরি শিবলিঙ্গের পুজো করলে সুখ, সমৃদ্ধি ও ধন সম্পত্তি লাভ করা যায়। লহসুনিয়া শিবলিঙ্গ লহসুনিয়া দিয়ে তৈরি শিবলিঙ্গের পুজোর ফলে শত্রুকে পরাজিত করার ও জয় লাভের সমস্ত মনোস্কামনা পূর্ণ হয়। দেশের প্রধান শিবলিঙ্গ সোমনাথ (গুজরাত), মল্লিকার্জন (অন্ধ্রপ্রদেশ), মহাকাল (মধ্যপ্রদেশ), মমলেশ্বর (মধ্যপ্রদেশ), বৈদ্যনাথ (ঝারখণ্ড), ভীমশঙ্কর (মহারাষ্ট্র), কেদারনাথ (উত্তরাখণ্ড), বিশ্বনাথ (উত্তরপ্রদেশ), ত্রয়ম্বকেশ্বর (মহারাষ্ট্র), নাগশ্বর (গুজরাত), রামেশ্বরম (তামিলনাড়ু), ঘৃশ্ণেশ্বর (মহারাষ্ট্র), অমরনাথ (জম্মু-কাশ্মীর), কালেশ্বর (তেলেঙ্গানা), শ্রীকালহস্তী (অন্ধ্রপ্রদেশ), একম্বরেশ্বর (তামিলনাড়ু), অরুণাচল (তামিলনাড়ু), তিলই নটরাজ মন্দির (তামিলনাড়ু), লিঙ্গরাজ (ওডিশা), মুরুদেশ্বর শিব মনদির (কর্নাটক), শোর মন্দির, মহাবলিপুরম (তামিলনাড়ু), কৈলাশ মন্দির, এলোরা (মহারাষ্ট্র), কুম্ভেশ্বর মন্দির (তামিলনাড়ু), বাদামী মন্দির (কর্নাটক) ইত্যদি বহু প্রাচীন ও মনোস্কামনা পূরণকারী মন্দির রয়ে
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3fG1g9g
Previous article
Next article

Leave Comments
Post a Comment