Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3jzQvX2
কাবুলে তালিবানি দাপট, খুন আফগান সরকারের মিডিয়া প্রধান https://ift.tt/2VwHJAS
এই সময় ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে তালিবানি সন্ত্রাস অব্যাহত। শুক্রবার তালিবানিদের হাতে নিহত হলেন আফগান সরকারের মিডিয়া বিভাগের শীর্ষ আধিকারিক দাওয়া খান মিনাপাল। আগেই তালিবানিরা হুঁশিয়ারি দিয়েছিল, তাঁদের উপর হওয়া বিমান হামলার প্রতিশোধ নেওয়া হবে। এব্যাপারে ঊর্ধ্বতন সরকারি আধিকারিকদের উপরেই হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কার্যক্ষেত্রেও তেমনই করল তালিবানেরা।জানা গিয়েছে, দাওয়া খান মিনাপাল ছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ঘনিষ্ঠ । শুক্রবার তিনি বাড়ি থেকে বের হতেই তাঁকে খুন করা হয় বলে জানানো হয়েছে। অন্যদিকে, আফগানিস্তানের নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ শহর দখল করে নিয়েছে তালিবানরা। মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ঘোষণার পর থেকে এই প্রথম কোনও প্রাদেশিক রাজধানী দখল করে নিল তালিবানিরা। জানা গিয়েছে, তালিবানিরা প্রায় ৩০ জন সেনাকে খুন করে বলে অভিযোগ। এছাড়া একাধিক সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগও উঠেছে। আফগানিস্তানে তালিবানিদের দাপট ক্রমেই বাড়ছে। তালিবানিরা প্রতিদিন সরকার, সরকারি আধিকারিক ও সরকারকে সমর্থন করে এমন ব্যক্তিদের টার্গেট করছে। আমেরিকা থেকে পুরোপুরি চলে এলে ফের একবার আফগানিস্তান তালিবানদের নিয়ন্ত্রণে চলে যাবে বলে মনে করা হচ্ছে। আফগানিস্তানে ২০ বছর ধরে আমেরিকার সেনা মোতায়েন ছিল। এবার বাইডেন সেই সেনা ফিরিয়ে নিচ্ছেন। ফলে আফগানিস্তান সরকারের কাছে বড়সড় বিপদ হয়ে উঠেছে তালিবান। আফগানিস্তানের একাধিক শহর এখন তালিবানদের দখলে। রাষ্ট্রপুঞ্জের আবার দাবি, তালিবানকে পাল্টা জবাব দিতে গিয়ে বেশি ক্ষতি করছে আফগান বাহিনীই! আফগান মুলুক ছাড়ার আগে দফায় দফায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকাও। সব মিলিয়ে আফগানিস্তান সেই আফগানিস্তানেই। অভিযোগ, ২০ বছর সেনা রেখেও তালিবান-দমনে কার্যত ব্যর্থ আমেরিকা। ভারত চাইছে আফগানিস্তানে শান্তি ফিরে আসুক। আফগান বিদেশমন্ত্রী হানিফ ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে সহায়তাও চেয়েছেন। ভারত আফগানিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখছে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3jzQvX2
Previous article
Next article

Leave Comments
Post a Comment