Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3lBMDHO
আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মমতা https://ift.tt/3itzHl8
এই সময়, কলকাতা ও ঝাড়গ্রাম: রাজ্যে কোভিডের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসতেই জেলা সফরের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল দিয়েই তিনি সফর শুরু করছেন। সোমবার, ৯ অগাস্ট তিনি ঝাড়গ্রাম যাবেন। সেখানে বিশ্ব উপলক্ষে সরকারি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। অনুষ্ঠান শেষে তিনি একটি আদিবাসী গ্রামেও যেতে পারেন। এ জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জেলা প্রশাসন সূত্রের খবর, ঝাড়গ্রামের রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে রাত্রিযাপন করবেন মুখ্যমন্ত্রী। পরের দিন মঙ্গলবার হেলিকপ্টারে বন্যা-বিধ্বস্ত ঘাটাল পরিদর্শন করার কথাও রয়েছে তাঁর। সেখানে দুর্গত মানুষ ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবেন তিনি। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর দ্বিতীয় জেলা সফর। প্রথম বার ইয়াস-দুর্গত হিঙ্গলগঞ্জ, সাগর ও দিঘা পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সাগর ও দিঘায় প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকও করেন। মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরে আসার পরিকল্পনায় পুলিশ-প্রশাসনের তৎপরতা বেড়েছে। শুক্রবার দুপুরে রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স পরিদর্শন করে বৈঠক করেন অতিরিক্ত জেলাশাসক পীযূষকান্তি গোস্বামী, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার-সহ অন্য আধিকারিকরা। খারাপ আবহাওয়ার জন্য মুখ্যমন্ত্রী কীসে আসবেন, গাড়িতে না কপ্টারে--তা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। তবে ঝাড়গ্রাম রাজ কলেজ সংলগ্ন হেলিপ্যাড গ্রাউন্ড প্রস্তুত রাখা হচ্ছে। সড়কপথে যদি তিনি আসেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রস্তুতিও প্রায় সম্পূর্ণ। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু বলেন, 'মুখ্যমন্ত্রী বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে জেলায় আসবেন বলে জানতে পেরেছি।'
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3lBMDHO
Previous article
Next article

Leave Comments
Post a Comment