Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3fK7epA
করণ-চ্ছ্বটায় প্রথম দিনই জমজমাট বিগ বস, কোন প্রতিযোগী কী করলেন? https://ift.tt/3fFLNpt

এই সময় ডিজিটাল ডেস্ক: শুরু হল । রবিবার রাত আটটা থেকে সম্প্রচার শুরু হল এই রিয়্যালিটি শো-এর। এর বড় চমক হল করণ জোহর। প্রথম ছয় সপ্তাহ হোস্ট করবেন তিনি। অবশেষে হাউসে প্রবেশ করলেন শামিতা শেট্টি। এই শো- এই বিগবস ওটিটিতে প্রতিযোগী হিসেবে নেহা ভাসিনের নাম অনেক আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। নেহা ছাড়াও বিগবসের ঘরে প্রতিযোগী হিসেবে প্রবেশ করলেন অক্ষরা সিং, জিশান খান, ঋদ্ধিমা পণ্ডিত, রাকেশ বাপাত, করণ নাথ ,উরফি যাদব, দিব্যা আগরওয়াল, প্রতীক সেজপাল, নিশান্ত ভাট, মুসকান জাতনা, মিলিন্দ গাবা হাউজে। কানাঘুষোয় শোনা গিয়েছিল শিল্পা শেঠির বোন শমিতাও নাকি এ বার থাকতে পারেন বিগ বস হাউজে। Voot Select App এর সাবস্ক্রিপশন নিলে তবেই দেখা যাবে শোটি। বাড়তি পাওনা বিগ বস হাউজের ২৪X৭ CCTV ফুটেজ। অর্থাৎ বিগ বসের পাশাপাশি আপনিও নজরে রাখতে পারবেন এর প্রতিযোগীদের। দিদি ও জামাইবাবু রাজকুন্দ্রার কেস নিয়েই এমনিতেই শিরোনামে শেট্টি ফ্যামিলি। এবার Bigg Boss –এর হাউসে প্রবেশ করলেন শমিতা শেট্টি। নাচলেন তাঁর বিখ্যাত ‘শারারা শারারা’ গানে। জামাইবাবু রাজ কুন্দ্রা পর্নগ্রাফি কাণ্ডে গ্রেফতারির পর প্রথম কোন শো-তে আসলেন শমিতা। Bigg Boss-এর মঞ্চে মালাইকা আরোরাকে দেখা যায় ‘পরমা সুন্দরী’ গানে কোমর দোলাতে। মালাইকা জিশান খান, মিলিন্দ গাবাকে যোগা আসনের বেশ কয়েকটি পোজ শেখান। তার ঠিক আগেই স্টেজে ওঠেন প্রতীক সেজপাল। মঞ্চে উঠেই নিজেকে ‘ভগবান’ বলার সঙ্গে সঙ্গে অন্যান্য পুরুষ প্রতিযোগি বিশেষত জিশানের সঙ্গে বচসায় জড়ান প্রতীক। ‘Manma Emotion Jage ‘ গানে নাচতে নাচতে স্টেজে প্রবেশ করেন করণ নাথ। ‘ইশকওয়ালা লভ’ গানে নাচতে দেখা যায় করণ জোহর, অর্জুন বিজলনি ও করণ ওয়াহিকে। তবে এই করণ-অর্জুন জুটি প্রতিযোগিদের তালিকায় পড়ছেন না। করণের ডান্স প্যারফেমেন্সের আগে স্টেজে ওঠেন মিলিন্দ গাবা তাঁর হিট নাম্বার গাইতে গাইত স্টেজে আসেন মিলিন্দ। সবার আগে Bigg Boss –এর মঞ্চে প্রবেশ করে’ রাকেশ বাপত jab se tere naina ‘ গানে নাচতে নাচতে। তারপরই দেখা যায় এয়ারপোর্ট লুক কন্ট্রোভার্সি কিং জিশান খানকে। তবে বিগ বস ওটিটর নিয়ম অনুযায়ী পুরুষ প্রতিযোগীরা মহিলা প্রতিযোগীদের সঙ্গে জুটি বেঁধেই ঘরে ঢুকতে পারবে। সেই মত ‘কানেকশন গ্যালারি’-তে অপেক্ষা করতে বলা হয় জিশান ও রাকেশকে। অবশেষে নিজের কানেকশন হিসেবে রাকেশ পান শমিতা শেট্টি। রাকেশ ও শমিতা প্রথম জুটি হিসেবে বিগ বসের ঘরে প্রবেশ করলেন। এককথায় নাচে গানে কন্ট্রোভার্সিতে গরম থাকবে ঘর তা বলার অপেক্ষা রাখেনা।নিন্দুকেরা বলছেন শুধু প্রতিযোগীদের মধ্যে নয় জোরদার কম্পিটিশন হবে দুই সঞ্চালক করণ জোহর ও সলমন খানের মধ্যেও। তবে এই যিনি জিতবে সরাসরি প্রবেশ করতে পারবেন বিগ বস মেইনের হাউসে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3fK7epA
Previous article
Next article
Leave Comments
Post a Comment