তৃতীয় সংক্রমণ নিয়ে শঙ্কা! ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ https://ift.tt/3CeHf3c - MAS News bengali

তৃতীয় সংক্রমণ নিয়ে শঙ্কা! ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ https://ift.tt/3CeHf3c

এই সময় ডিজিটাল ডেস্ক: ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯৮২ জন, মৃত্যু হয়েছে ৫৩৩ জনের। এই সময়ে করোনা মুক্ত হয়েছেন ৪১ হাজার ৭২৬ জন। করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগের মাঝে দৈনিক সংক্রমণের সামান্য বৃদ্ধিও চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের কপালে। করোনা সংক্রমণ রুখতে অন্যতম হাতিয়ার টিকা, স্পষ্টই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। এখনও পর্যন্ত দেশে করোনা টিকা পেয়েছেন ৪৮ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ২৯৫ জন। প্রসঙ্গত, চলতি মাসেই ধেয়ে আসছে করোনা Third wave! এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। তাঁরা জানাচ্ছেন, অগাস্ট মাসে ফের একবার ঊর্ধ্বমুখী হবে করোনার গ্রাফ। এক থেকে দেড় লাখ মানুষ প্রতিদিন আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, মাঝখানে কিছুটা স্বস্তি দিলেও ফের সিঁদুরে মেঘ দেখাচ্ছে 'আর ভ্যালু'। একজন অ্যাক্টিভ রোগীর থেকে কত জন সংক্রামিত হচ্ছেন, সেই অনুপাতই হলো 'আর ফ্যাক্টর' বা 'আর ভ্যালু'। স্বাস্থ্য মন্ত্রকের দাবি ডেল্টা হানায় এখনও শেষ হয়নি করোনার দ্বিতীয় ঢেউ। এমন পরিস্থিতিতে প্রতিবাড়িতেই করোনা সংক্রমণে আক্রান্তের খবর এখন জল-ভাত। সংক্রমণ থেকে ছড়িয়ে পড়া ঠেকাতে পরিবারের বাকি সদস্যদের অতিরিক্ত সাবধানী হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এমনকী করোনা আক্রান্ত ব্যক্তিতে হাসপাতালে ভর্তি করানো হলে দরকার আরও বেশি সাবধানতার। হাসপাতালই হচ্ছে সংক্রমণ ছড়ানোর হটস্পট। উল্লেখ্য, করোনার অতি সংক্রামক Delta প্রজাতি রুখতে Vaccine-এর তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার শটের প্রয়োজন রয়েছে, দাবি করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। এবার এই প্রসঙ্গে বড় মন্তব্য করলেন WHO প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসাস। বুধবার তিনি জানিয়েছেন, সেপ্টেম্বর পর্যন্ত করোনা টিকার বুস্টার শট দেওয়া বন্ধ রাখা উচিত। অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলিতে টিকা সাপ্লাই করার জন্য ভ্যাকসিন নির্মাতা কোম্পানীগুলিকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। টেড্রস সাংবাদিক বৈঠকে বলেন, 'প্রতিটি দেশের সরকার নিজেদের রাষ্ট্রের মানুষজনকে নিয়ে উদ্বিগ্ন। তাঁদের ডেলটা ভ্যারিয়্যান্টের হাত থেকে রক্ষা করতে চায়ছে। কিন্তু বিশ্বে উৎপাদিত টিকার সিংহভাগ যে দেশগুলি পায় তারাই আরও টিকা ব্যবহার করুক এটা মেনে নেওয়া সম্ভব নয়। কারণ বহু দেশ এখনও টিকা পায়নি এবং সেখানকার বহু মানুষ অসুরক্ষিত রয়েছে। '


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3xqLXqM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads