Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2WWhrZA
জিৎ-রশিদ খানের সঙ্গে এক মঞ্চে অভিজিৎ -লোপামুদ্রা https://ift.tt/2VhwY5R
এই সময় ডিজিটাল ডেস্ক: বহু বছর পর নন-ফিকশনে ফিরছেন রাজ চক্রবর্তী। বিধায়কের কাজ সামলে ফের পুরনো ভূমিকায় রাজ। আসছে মিউজিক রিয়্যালিটি শো ‘সঙ্গীতের মহাযুদ্ধ’। শো-এর সঞ্চালনার দায়িত্বে থাকছেন মীর। এই প্রথমবার মীরকে দেখা যাবে সংগীতের মঞ্চে। তবে শো-এর বিচারক কারা হবেন তা নিয়ে বিস্তর কথা হয়। অবশেষে জানা গেল বিচারকদের নাম। বাংলা ছবি ও হিন্দি ছবির বিখ্যাত সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় ও ওস্তাদ রাশিদ খান। তাঁদের সঙ্গেই দেখা যাবে হিন্দি ছবির বিখ্যাত গায়ক অভিজিৎ ভট্টাচার্য ও লোপামুদ্রা মিত্রকে। বিচারকদের নাম শুনেই বোঝা যাচ্ছে একেবারে আতসকাচের তলায় রেখে প্রতিযোগিদের চুলচেরা বিশ্লেষণ করা হবে। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম গুণী শিল্পী ওস্তাদ রাশিদ খান। পদ্মশ্রী সম্মানে ভূষিত শিল্পি তিনি। পাশাপাশি হিন্দি ছবির বিখ্যাত গায়ক অভিজিৎ ভট্টাচার্য রয়েছেন বিচারকের আসনে। শাহরুখ খান, অক্ষয় কুমার মতো হিরোদের জন্য বহু হিট গান উপহার দিয়েছেন অভিজিৎ। অন্যদিকে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে ‘সুপার সিঙ্গার’ ও ‘সুপার সিঙ্গার জুনিয়ার’-এর মতো শোতে দেখা গিয়েছে তাঁকে। বিচারকের আসনে দেখা যাবে বাংলা জীবনমুখী গানের অন্যতম গায়িকা লোপামুদ্রা মিত্রকে। তবে এই প্রথমবার বাংলা রিয়্যালিটি শো-তে সম্পূর্ণরূপে দায়িত্ব সামলাবেন তিনি অভিজিৎ ও জিৎ গঙ্গোপাধ্যায়। মীরাক্কেলে এতবছর পর ফের রাজ-মীর জুটি একসঙ্গে ছোট পর্দায়। মীরের রসবোধ মাত করেছে আপামর বঙ্গবাসীকে। রেডিও জকির পাশাপাশি মীরাক্কেলে তাঁর সঞ্চালনা এক নতুন পরিচিতি দিয়েছিল মীরকে। তারপর বহু সিজন পেরিয়ে গিয়েছে মীরাক্কেলের। বদলে গিয়েছে পরিচালক, রাজের বদলে এখন মীরাক্কেলের ভার অন্য পরিচালকের কাঁধে। ১৬ জন প্রতিষ্ঠিত সংগীত শিল্পীকে নিয়ে আয়োজিত এই মহাযুদ্ধ। যাঁদের মধ্যে রয়েছেন তীর্থ, দীপমালা, রাহুল, সৌম্য চক্রবর্তী,প্রতীম রায়,সুমন মজুমদার,শালিনী মুখোপাধ্যায়, আফরিন রানা, রাহুল দত্ত, সায়ম পাল , রাজদীপ মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা। অগাস্ট মাসে থেকে শো শুরু হতে পারে বলেই জানা যাচ্ছে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2WWhrZA
Previous article
Next article
Leave Comments
Post a Comment