Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3CkaW2Y
'ঐতিহাসিক জয়', ভারতীয় হকি দলকে নিয়ে গর্বিত মোদী-মমতা https://ift.tt/37qsyvy
এই সময় ডিজিটাল ডেস্ক: ৪১ বছর পর ভারতের ক্রীড়াজগতে এক নয়া অধ্যায় সৃষ্টি হল। জার্মানিকে হারিয়ে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতল ভারতীয় পুরুষ দল। ইতিহাস গড়ার এই সফর শেষে হকি টিমের অধিনায়ক মনপ্রীত সিং জানান, তিনি এই পদক কোভিড যোদ্ধাদের উৎসর্গ করতে চান। এদিনের দুর্ধর্ষ জয়ে গর্বিত ভারত। রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ এ দিন টুইট করে বলেন, 'আমাদের পুরুষ হকি দলকে অভিনন্দন জানাই। ৪১ বছর পর হকিতে পদক হয় করল ভারত। আমাদের দল অত্যন্ত দক্ষতার সঙ্গে, সুচারুভাবে, ধৈর্য্য নিয়ে খেলেছে। হকির ক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু হল। আশা করি আজকের জয় পরবর্তী প্রজন্মকেও উৎসাহ দেবে'। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'প্রফুল্ল ভারত! অনুপ্রাণিত ভারত! গর্বিত ভারত! টোকিওতে হকি দলের দুর্দান্ত জয় সমগ্র দেশের কাছে গর্বের। এটিই তো নতুন ভারত। যে ভারত আত্মবিশ্বাসে পরিপূর্ণ। হকি দলকে আবারও জানাই অভিনন্দন'। ভারতীয় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ভারতের জন্য আরও একটি গর্বের মুহুর্ত। ভারতীয় পুরুষ হকি দলকে অভিনন্দন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের জন্য। যে উদ্যমের সঙ্গে আপনারা এই ম্যাচটি খেললেন, তা আগামী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে'। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজুজু এ দিন বলেন, '৪১ বছরের প্রতীক্ষার অবসান! আজকের মুহূর্তগুলি ভারতীয় ক্রীড়াজগৎ এবং হকির সোনালি অধ্যায়। অবশেষে ভারতের পুরুষ হকি দল জার্মানিকে পরাস্ত করে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতল। ভারত এই মুহূর্তে উৎসবের মেজাজে রয়েছে। আমাদের হকি খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন'। বলিউডের বাদশা শাহরুখ খানও এ দিন অভিনন্দন জানিয়েছেন দেশের হকি দলকে। তাঁর কথায়, 'ওয়াও! ভারতীয় পুরুষ হকি দলকে অভিনন্দন। দক্ষতার সঙ্গে ম্যাচ খেলা হয়েছে। সত্যিই কী উত্তেজক ম্যাচ ছিল'! জনপ্রিয় ফুটবলার সুনীল ছেত্রীর কথায়, 'দুর্দান্ত খেলা হল! অলিম্পিকের মঞ্চে ৪১ বছর পর নিজেদের দেখে নস্টালজিক লাগছে। তবে আজকের ম্যাচের একটা রেকর্ড চাই'! এ দিন ছেলের জয়ে আপ্লুত ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীতের মা-ও। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার ছেলে আগেই বলেছিল জিতে ঘরে আসব। লক্ষ্য ছিল সোনা জয়ের। তবে ব্রোঞ্জ মেডেল জিতেছে। এটাও তো অনেক বড় জিনিস। আমার ছেলে সবসময়ের মতো এ বারেও নিজের প্রতিশ্রুতি রেখেছে'।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3CkaW2Y
Previous article
Next article
Leave Comments
Post a Comment