সুশান্ত: মাদক যোগের তদন্ত, রিয়া-শৌভিকের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি NCB-র https://ift.tt/2EZqHTI - MAS News bengali

সুশান্ত: মাদক যোগের তদন্ত, রিয়া-শৌভিকের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি NCB-র https://ift.tt/2EZqHTI

এই সময় বিনোদন ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় () এ বার মূল অভিযুক্ত () ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর বাড়িতে হানা দিল নারকোটিকস কন্ট্রোল বোর্ড। শুক্রবার সাতসকালে রেইড চালায় NCB। পাশাপাশি তারা হানা দেয় সুশান্তের ন্যানেজার স্যামুয়েল মিরান্ডার বাড়িতেও। NCB-র আধিকারিকরা জানিয়েছেন, তল্লাশি অভিযান চালানো হয়েছে। NDPS আইন অনুযায়ী, এই রেইউ চালানো হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। এনসিবি-র ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা জানিয়েছেন, 'এটা নিয়মমাফিক চলছে। রিয়া ও স্যামুয়েল মিরান্ডার বাড়িতে রেইড চলছে।' প্রয়াতের ম্যানেজার শ্রুতি মোদীর আইনজীবীর দাবি সত্যি হলে চক্রবর্তী পরিবারকে পুরোপুরি 'ক্লিনচিট' দেওয়া যাবে না। তিনি জানাচ্ছেন, বান্দ্রার ফ্ল্যাটের ছাদে রিয়া, তাঁর ভাই শৌভিক, হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে নিয়ে প্রায়ই মারিজুয়ানার নেশা করতেন সুশান্ত। আর রিয়া-শৌভিকের সঙ্গে মাদক-চক্রের যোগ ইতোমধ্যেই ইডি ও আধিকারিকদের আতসকাচের তলায়। তা বাদে বৃহস্পতিবার সিবিআই ইন্দ্রজিৎ চক্রবর্তীকে যে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে, সেখানেও সম্ভবত বিষয়টি নিয়ে প্রশ্নোত্তর চলে। শোনা যাচ্ছে, ছেলের কীর্তিকলাপ সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন তিনি। অন্য দিকে ইডিকে সুশান্তের বিজনেস পার্টনার জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর বায়োপিক বানানোর পরিকল্পনা ছিল তারকার। সব দেখে প্রয়াতের বাবার আইনজীবী বিকাশ সিংয়ের বক্তব্য, এটি যে আত্মহত্যা নয় সে ব্যাপারে প্রায় নিশ্চিত সুশান্তের পরিবার। কিন্তু সংবাদমাধ্যমের একাংশ দাবি করেছে, মুম্বই পুলিশকে বয়ানে সুশান্তের বাবা জানিয়েছিলেন, ছেলে অবসাদের কারণে আত্মঘাতী হলেও হতে পারে। তার উপর শ্রুতির আইনজীবীর বক্তব্য, প্রিয়াঙ্কা সিং প্রয়াতের অ্যাকাউন্ট সম্পর্কে কিছু তথ্য চেয়েছিলেন তাঁর মক্কেলের থেকে। তাতে রাজি না হওয়াতেই শ্রুতির বিরুদ্ধে অভিযোগ আনেন তাঁরা। 'যদি আমি কোনও কাজ না পাই তাহলে আমি নিজে শর্টফিল্ম বানাবো এবং তাতে অভিনয়ও করব'। সাফল্য এবং ব্যর্থতা কীভাবে তাঁকে প্রভাবিত করে সেই সম্পর্কে কথা বলতে গিয়েই এ কথা বলেছিলেন সুশান্ত। সেই সঙ্গে বলেছিলেন এমন কিছু কাজ করে যেতে চান যাঁর জন্য মানুষ তাকে মনে রাখে। এছাড়াও তাঁর সংস্থা ইনসাই ভেনচার্স থেকে স্বামী বিবেকানন্দ, মাদার টেরেসা, রবীন্দ্রনাথ ঠাকুর, মহত্মা গান্ধী সহ- বারো জন গুরুত্বপূর্ণ ভারতীয় ব্যক্তিত্বের উপর সিনেমা বানানোর পরিকল্পনা করেছিল। এবং এই সব সিনেমাতেই অভিনয় করার কথা ছিল সুশান্তের। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3hZ3ZJQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads