বন্দি করে খুন? নাকি যুদ্ধের বলি? দানিশ-মৃত্যু নিয়ে বিস্ফোরক আফগান সেনার মুখপাত্র https://ift.tt/3C8GVmm - MAS News bengali

বন্দি করে খুন? নাকি যুদ্ধের বলি? দানিশ-মৃত্যু নিয়ে বিস্ফোরক আফগান সেনার মুখপাত্র https://ift.tt/3C8GVmm

এই সময় ডিজিটাল ডেস্ক: পুলিৎজার জয়ী চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকিকে বন্দি করেছিল গোষ্ঠী! পরে তাঁকে হত্যা করা হয়! এমন চাঞ্চল্যকর দাবিই করলেন আফগান সেনার মুখপাত্র আজমল ওমর শিনওয়ারি। তাঁর দাবি, তালিবানরা দানিশকে তুলে নিয়ে গিয়ে খুন করে। এ প্রসঙ্গে তিনি এক জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'দেহ বিকৃত করা হয়েছিল কিনা সেটা তদন্ত সাপেক্ষ। যে অঞ্চলে মারা যান, তা বর্তমানে তালিবানদের দখলে। ঘটনার প্রত্যক্ষদর্শী খোঁজার চেষ্টা চালানো হচ্ছে'। গত সপ্তাহেই এক মার্কিন পত্রিকা দাবি করেছিল, দানিশ সিদ্দিকি গুলির লড়াইয়ে মারা যাননি। এমনকী তিনি আকস্মিক দুর্ঘটনার শিকার নন বলেও দাবি করা হয়। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তালিবানরা দানিশের পরিচয় জানার পর তাঁকে পরিকল্পিতভাবেই খুন করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়, 'যখন সিদ্দিকিকে তালিবানরা পাকড়াও করে তখন তিনি জীবিত ছিলেন। প্রথমে তাঁর পরিচয় যাচাই করা হয়। ভারতীয় সাংবাদিক জানার তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা বাকিদের খুন করে তালিবানরা'। এর আগে দানিশের মৃত্যু প্রসঙ্গে মুখ খুলেছিলেন আফগান কমান্ডার বিলাল আহমেদ। তিনি বলেছিলেন, 'তালিবানরা শুধু দানিশ সিদ্দিকিকে হত্যা করেনি, তাঁর দেহ বিকৃত করে দিয়েছিল। তালিবানরা ভারতীয়দের ঘৃণা করে। তাই যুদ্ধক্ষেত্রে দানিশের উপর প্রথমে গুলি চালানো হয়। এরপর যখন তাঁরা জানতে পারে মৃত ব্যক্তি আফগান সেনা নয়, ভারতীয় সাংবাদিক, তখন তাঁর মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়'। ভারত এবং ভারতীয়দের উপর ঘৃণা থেকেই এই কাজ করেছে , এমনটাই দাবি ছিল আফগান সিকিউরিটি ফোর্সে কর্তব্যরত অফিসারের। উল্লেখ্য, গত ১৬ জুলাই আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির মৃত্যু হয়। রয়টার্সের প্রতিনিধি হিসেবেই যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন তিনি। প্রাথমিকভাবে আফগান সেনার দাবি ছিল, তালিবানের গুলিতেই প্রাণ হারিয়েছে দানিশ। কাবুলের ভারতীয় অ্যাম্বাসির ইস্যু করা ডেথ সার্টিফিকেটেও গুলিবিদ্ধ হয়েই মৃত্যুর উল্লেখ ছিল। এ দিন আজমল ওমরের সংযোজন, 'পুরো আফগানিস্তানের দখল তালিবানের হাতে, এ কথা একেবারেই সত্যি নয়। ওই কট্টরপন্থী সংগঠনকে আর্থিক দিক থেকেও সাহায্য করছে পাকিস্তান'।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3lmRJr5
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads