সৃজিতের ছবিতে এবার পাওলি-অনির্বাণের রসায়ন https://ift.tt/3A9ZEMQ - MAS News bengali

সৃজিতের ছবিতে এবার পাওলি-অনির্বাণের রসায়ন https://ift.tt/3A9ZEMQ

এই সময় ডিজিটাল ডেস্ক: সৃজিতের পরবর্তী ছবি ‘লহ গৌরঙ্গে নাম রে’-তে এবার পাওলি-যোগ। আগেই ঘোষণা করা হয়েছিল অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকারের নাম। নাম ভূমিকায় দেখা যাবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। তবে এবার এই মাল্টিস্টারার ছবিতে যুক্ত হল পাওলির নাম। এই ছবিতে পরিচালকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পাওলি দামকে। সৃজিতের ছবি মানেই মাল্টিস্টারার। তাঁর পরবর্তী পিরিয়ড ড্রামা ‘লহ গৌরঙ্গে নাম রে’ ছবিতেও তার অন্যথা হচ্ছে না। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও প্রযোজক রানা সরকার একে একে ঘোষণা করছেন অভিনেতা-অভিনেত্রীদের নাম। আগেই জানা গিয়েছিল ছবিতে ‘শ্রীচৈতন্য মহাপ্রভু’–র চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে ‘লক্ষ্মীপ্রিয়ার’ চরিত্রে থাকবেন প্রিয়াঙ্কা সরকার। এই ছবিতেই পরিচালকের ভূমিকায় দেখা যাবে পাওলি দাম ও অভিনেতা হিসেবে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। সৃজিতের আরেক মাল্টিস্টারার ছবি ‘জুলফিকর’-এ ছোট্ট চরিত্রে দেখা গিয়েছিল পাওলিকে। তখন থেকে পাওলির কাজ নজরে আসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। পাওলি প্রসঙ্গে পরিচালক জানান, পাওলি এমন একজন অভিনেত্রী, যাঁকে আলাদা করে বোঝানোর প্রয়োজন পড়ে না। চরিত্র হয়েই সেটে আসেন। তাতে ছবি তৈরির অন্যান্য দিকে মন দেওয়া যায়। পাওলির কথায়, 'জুলফিকর' ছবিতে ক্যামিও করেছিলাম, এটা সৃজিতের সঙ্গে বড় কাজ। আশা করছি ভালো হবে। প্রসঙ্গত, সৃজিতের প্রথম ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেনি’- তে যে চরিত্রে কাজ করেছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন সেটি করার কথা ছিল পাওলির। তবে অন্য শ্যুটিং-এ ব্যস্ত থাকায় সময় দিতে পারেননি পাওলি। এমনিতে খুবই 'চুজি' পাওলি। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘লভ আজ কাল পরশু’ ছবিটিতে। এই মুহূর্তে হিন্দি ওয়েব সিরিজের কাজে ব্যস্ত অভিনেত্রী। তবে অনির্বাণের সঙ্গে প্রথমবার কাজ করার বিষয়ে উৎসাহী পাওলি। রানা সরকারের প্রযোজনায় ‘বেডরুম’ ও ‘সার্কাস’-এর মতো ছবি করেছেন পাওলি। তবে পরম, প্রিয়াঙ্কা, অনিবার্ণ , পাওলির মধ্যে যোগসূত্র রয়েছে। এখন দুটি চরিত্রের নাম ঘোষণা করা বাকি আছে। তবে এখন জানা যাচ্ছে তাঁদের নাম। আশা করা যায়, এই নাম দুটির ক্ষেত্রেও চমক রাখবেন পরিচালক ও প্রযোজক।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3C6u1p4
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads