বানভাসি খানাকুল, পরিদর্শনে মুখ্যমন্ত্রী https://ift.tt/3ikk4wv - MAS News bengali

বানভাসি খানাকুল, পরিদর্শনে মুখ্যমন্ত্রী https://ift.tt/3ikk4wv

এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এ দিন আকাশপথে হুগলির খানাকুল এবং হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতা ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। খানাকুলে প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর। ইতিমধ্যেই খানাকুলে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। বর্তমানে বন্যা কবলিত এলাকাগুলি থেকে দুর্গতদের উদ্ধারের কাজ চালাচ্ছে প্রশাসন। হুগলির আরামবাগ সাবডিভিশনে বায়ুসেনা নামানো হয়েছে ইতিমধ্যেই। উল্লেখ্য, প্রবল বৃষ্টি এবং DVC-র তরফ থেকে জল ছাড়ার কারণে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। জানা গিয়েছে, আড়াই লাখ মানুষ এই মুহূর্তে ঘরছাড়া। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের বলেন, 'নিজের জেলায় বানভাসিদের পাশে থেকে কাজ করুন। ত্রাণ যেন সময় মতো পৌঁছে দেওয়া হয় সেটা দেখুন। সমস্যা হলে ত্রাণমন্ত্রী জাভেদ খান ও জলসম্পদ অনুসন্ধান মন্ত্রী মানস ভুঁইঞার সঙ্গে যোগাযোগ করবেন।' ওই দিন সকালেই এয়ার ফোর্সের চপারে করে হুগলির খানাকুলে আটকে পড়া ৩১ জন বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে গত সোমবার। তাঁদের আরামবাগ গার্লস কলেজে রাখা হয়েছে।এ ছাড়াও নিরাপদ স্থানে একাধিক ত্রাণ শিবির গড়ে তোলা হয়েছে আর্তদের জন্য। ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও নিজের বাড়ি ছেড়ে আসতে চাইছিলেন না অনেকে। তাঁদেরকে বুঝিয়ে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা চালানো হয়। বন্যার জেরে মৃতের সংখ্যাও বাড়ছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অথবা দেওয়াল ভেঙে মারা যাওয়ার পাশাপাশি সর্পদংশনেও প্রাণ হারিয়েছেন অনেকে। প্রসঙ্গত, গত রবিবার থেকেই রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের জলে ভাসছে খানাকুল। সোমবার রূপনারায়ণ ও দ্বারকেশ্বর আরও ভয়ানক হয়ে ওঠে। ডিভিসির ছাড়া জলে ভয়াল চেহারা নিয়েছে মুণ্ডেশ্বরীও। ওই দিন বন্যাবিধ্বস্ত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পরিদর্শন করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3luGnlg
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads