Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3lq3o8R
রাজ কুন্দ্রার সঙ্গে সম্পর্কের কথা, গহনা বশিষ্ঠের খোলামেলা ভিডিয়ো ভাইরাল https://ift.tt/2WNjKOl
Gehana Vasisth On Raj Kundra: প্রথম দিন থেকেই খোলামেলা গহনা বশিষ্ঠ। Shilpa Shetty-র স্বামী গ্রেফতার হওয়ার পরই হইচই ফেলে দেয় Gehana Vasisth-এর একাধিক চাঞ্চল্যকর দাবি। এতদিন বিতর্ক উসকে দিয়ে এবার রাজ কুন্দ্রার সপক্ষে মুখ খুললেন পর্নোগ্রাফি মামলা অন্যতম অভিযুক্ত Gehana Vasisth। একটি লাইভ স্ট্রিম ভিডিয়োতে তিনি বলেন রাজ কুন্দ্রাকে বেআইনি ভাবে গ্রেফতার করে রাখা হয়েছে। একই সঙ্গে তিনি একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, যেখানে তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন, কবে কীভাবে রাজের সঙ্গে দেখা, কীভাবে এগিয়েছিল তাঁর সঙ্গে কাজের সম্পর্ক। সম্প্রতি ETimes-কে দেওয়া একটি সাক্ষাত্কারে জানান, ‘রাজ কুন্দ্রার গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি। পুলিশ ওকে ৭-৮ দিন হেফাজতে রাখল। ওর থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, সিডি, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল সব নিয়ে নিল। তদন্তের জন্য তো যথেষ্ঠ তথ্য প্রমাণ পুলিশের হাতে রয়েছে। তাহলে অযথা রাজ কুন্দ্রাকে কেন আটকে রাখা হচ্ছে? চার্জশিটও তো ফাইল করা হয়ে গেছে।’ রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পরেই বিবৃতি দিয়েছিলেন Gehana Vasisth। সেই সময়ে তিনি বলেছিলেন, ‘আইন নিজের পথেই চলবে। মুম্বই পুলিশের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। তবে একটাই কথা বলতে চাই, তাঁরা যেন পর্ন-এর সঙ্গে ইরোটিকা বা বোল্ড কনটেন্টকে গুলিয়ে না ফেলেন। আমরা বার বার একটা কথাই বলি, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফোর্স মুম্বই পুলিশ। আদালতে বিচার হবে কারা সত্যিই দোষী। এও স্পষ্ট হয়ে যাবে কোন কোন অভিযুক্ত পরিস্থিতির শিকার।’ রাজ কুন্দ্রার নাম না করেই বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা এই বিষয়ে আর কোনও কমেন্ট করতে চাই না। গেহনা জামিনে ছাড়া পেয়েছেন। তাই বেশি কিছু বলে ওকে অযথা সমস্যার মুখে ফেলা উচিত হবে না। তবে একটা কথাই বলব। পুলিশের আরও ভালো করে তদন্ত করা উচিত। ধনী ও বিখ্যাত লোকেদের অন্দরমহলে এমন বহু কঙ্কাল লুকানো আছে।’ টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই মামলার তদন্ত শুরু হয়েছে। তদন্তে গ্রেফতার করা হয় ৯ জনকে। তাদের মধ্যে নাম ছিল মডেল-অভিনেতী বন্দনা তিওয়ারি (Vandana Tiwari) ওরফে Gehna Vasisth-এর নামও। তদন্ত আরও গভীরে যেতে উঠে আসে রাজ কুন্দ্রার নাম। ইউকে-তে তাঁর সংস্থা Kenrin-এর এগজিকিউটিভ উমেশ কামাতকে গ্রেফতার করে পুলিশ। এই ব্যক্তিই গহনা বশিষ্ঠের প্রায় ৮টি পর্নোগ্রাফি ভিডিয়ো পোস্ট করা হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে। প্রসঙ্গত, রাজ কুন্দ্রার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তার মধ্যে রয়েছে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা (প্রতারণা), ৩৪ ধারা, ২৯২ এবং ২৯৩ ধারা (অশ্লীল বিজ্ঞাপন এবং প্রদর্শনী)। এছাড়াও রয়েছে আইটি অ্যাক্ট ও Indecent Representation of Women (Prohibition) Act-এর বিভিন্ন ধারা।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3lq3o8R
Previous article
Next article
Leave Comments
Post a Comment