টিকার 'ডবল ডোজে' ৩ গুণ সুরক্ষা! গবেষণায় আশার আলো https://ift.tt/2VsTU1z - MAS News bengali

টিকার 'ডবল ডোজে' ৩ গুণ সুরক্ষা! গবেষণায় আশার আলো https://ift.tt/2VsTU1z

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ কাটছেই না। তার উপর বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়্যান্ট। এই পরিস্থিতিতে কোভিড টিকা নেওয়ার জন্য বিশেষ জোর দিচ্ছে বিশেষজ্ঞ মহল। কিন্তু করোনা টিকা আদপে কতটা কাজ করছে? এই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এবার সম্প্রতি একটি গবেষণায় পাওয়া গেল এই প্রশ্নের উত্তর। ব্রিটেনের একটি সমীক্ষা জানাচ্ছে, করোনা টিকা নেওয়া ব্যক্তিরা টিকা না নেওয়াদের থেকে তিন গুণ বেশি সুরক্ষিত। সম্প্রতি কোভিড টিকার কার্যকরিতা খতিয়ে দেখতে একটি সমীক্ষা চালায় ইমপেরিয়াল কলেজ লন্ডন। বুধবার এই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়। এই গবেষণার জন্য চলতি বছরের ২৪ জুন থেকে ১২ জুলাই এর মধ্যে ৯৮,২৩৩ জন স্বেচ্ছাসেবকের থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। এই গবেষণায় দেখা গিয়েছে ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তির সম্ভাবনা কম। পাশাপাশি তাঁদের মৃত্যুর আশঙ্কাও কমিয়ে দেয় টিকার দুটি ডোজ। UK-র স্বাস্থ্য় সচিব সাজিদ জাভিদ বলেন, ' আমি মানুষের কাছে অনুরোধ করব কোভিড টিকার দু'টি ডোজই নিতে। কারণ টিকা সম্পূর্ণভাবে সুরক্ষিত এবং তা কাজ করছে। গবেষণা তা প্রমাণিত হয়েছে।' এদিকে পাবলিক হেলথ ইংল্যান্ডের তরফে জানানো হয়েছে, করোনা সংক্রমণ রুখতে টিকা অত্যন্ত কার্যকরী। ফাইজার টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৬ শতাংশ কাজ করে এবং অ্যাস্ট্রাজেনেকা কাজ করে ৯২ শতাংশ। প্রসঙ্গত, ডেল্টা ভ্যারিয়্যান্ট রুখতে টিকার বুস্টার শটের প্রয়োজন রয়েছে বলে দাবি করা হচ্ছিল। কিন্তু WHO প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসাস জানিয়েছেন, সেপ্টেম্বর পর্যন্ত করোনা টিকার বুস্টার শট দেওয়ার উপর স্থগিতাদেশ দেওয়া উচিত। তাঁর কথায়, 'বিশ্বে যে টিকা উৎপন্ন হয় তার সিংহভাগ যে দেশগুলি পায় তারাই আরও টিকা ব্যবহার করুক এটা মেনে নেওয়া সম্ভব নয়। কারণ বহু দেশ এখনও টিকা পায়নি এবং সেখানকার বহু মানুষ অসুরক্ষিত রয়েছে। ' এদিকে, কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে শুক্রবার ১০২টি কোভিশিল্ড ক্যাম্প এবং ৫০টি কোভিশিল্ড মেগা সেন্টারে পাওয়া যাবে না টিকা। কারণ কোভিশিল্ড টিকা নেই রাজ্যের হাতে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3rYHxGw
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads