'চং চং' ছবিতে না সৌরভের, তাঁর বদলে কি পঙ্কজ ত্রিপাঠী? https://ift.tt/3xrIybm - MAS News bengali

'চং চং' ছবিতে না সৌরভের, তাঁর বদলে কি পঙ্কজ ত্রিপাঠী? https://ift.tt/3xrIybm

এই সময় ডিজি়টাল ডেস্ক : রানা সরকারের পরবর্তী ছবি ‘চং চং’। ছবিটিতে বিজ্ঞানীর চরিত্রে দেখা যেত সৌরভ শুক্লাকে। কিন্তু ডেটের সমস্যার জন্য ছবিটি করতে পারছেন না জাতীয় পুরষ্কার জয়ী অভিনেতা। প্রযোজক রানা সরকার তাঁর ফেসবুক পেজেই খবরটটি জানান। ওই চরিত্রের জন্য উঠে আসছে বাংলার আরও এক জামাই পঙ্কজ ত্রিপাঠীর নাম। পরিচালক রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘চং চং’ একটি ডার্ক স্যাটায়ারের উপর তৈরি সায়েন্স ফিকশন। ছবির ঘোষণা করার সঙ্গে সঙ্গে বেশ উৎসাহ দেখা যায় দর্শকদের মধ্যে। কারণ ছবির বিষয়টি হল টাইম ট্র্যাভেল, এককথায় সাই-ফাই। এই ছবিতেই কাজ করার কথা ছিল সৌরভ শুক্লার। শুধু সৌরভ নন, ছবিটিতে রয়েছেন , সোহম মজুমদার। তবে ডেট নিয়ে সমস্যা হওয়ার কারণ ছবিটি করতে পারছেন না সৌরভ শুক্লা। ছবিতে সৌরভকে দেখা যেত একজন মেধাবী বিজ্ঞানীর চরিত্রে। সৌরভের না করায় এখন নতুন অভিনেতার খোঁজ চলছে। তবে সৌরভের বদলে কে হতে পারেন এই চরিত্রের জন্য তার আভাস দিলেন প্রযোজক নিজেই।সোশ্যাল মিডিয়ায় অভিনেতা বদলের এই খবর দেওয়ার পর থেকে হতাশ নেটিজেনরা। কেউ কেউ আবার সৌরভের জায়গায় নতুন অভিনেতার সাজেশনও দিয়েছেন প্রযোজককে। নেটিজেনরা প্রশ্ন করেন প্রযোজককে কুমুদ মিশ্রা, বাজেন্দ্র কালা, সতীশ কৌশিক,রঘুবীর যাদবের মতো অভিনেতার কি কাজ করবেন? নেটিজেনদের উত্তরে না বলেন প্রযোজক। বরং জবাবে বলেন, যদি ‘পি’ দিয়ে নামের কেউ হয়, এমন কোনও অভিনেতাকে কি কেউ চেনেন? আর তাতেই বাড়ছে জল্পনা। প্রযোজকের এ হেন মন্তব্যে নেটিজেনের উত্তর পঙ্কজ ত্রিপাঠীকে ভাবতে পারেন, তবে তিনি যে জায়গায় পৌঁছে গিয়েছেন তাঁকে রাজি করানো শক্ত হবে। তাঁর পালটা জবাব দিতে রানা বলেন, ‘অসম্ভব কিছুই নয়’। যথেষ্টই ইঙ্গিতপূর্ণ রানার উত্তর। প্রায় সকলেরই জানা সৌরভের স্ত্রীর বাড়ি কলকাতায়। সেই হিসেবে তিনি কলকাতার জামাই। আবার অনেকেই হয়তো জানেন না যে, বলিউডের এই বিখ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপঠীও কলকাতার জামাই। তাঁর স্ত্রীর বাপের বাড়ি দক্ষিণ কলকাতার সন্তোষপুর এলাকায়। শুধু তাই নয় একেবারে পরিষ্কার বাংলাও বলতে পারেন পঙ্কজ। জোরকদমে চলছে অভিনেতার খোঁজ। শেষমেশ ‘পি’ আদ্যক্ষরের অভিনেতাকে নিয়েই ‘চং চং’-এর প্রযোজক কাজ করেন কিনা সেটাই দেখার।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3lJ1HTQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads