ত্রিপুরায় গ্রেফতার দেবাংশু ভট্টাচার্য সহ ১১ জন তৃণমূল নেতা https://ift.tt/2VDvvq0 - MAS News bengali

ত্রিপুরায় গ্রেফতার দেবাংশু ভট্টাচার্য সহ ১১ জন তৃণমূল নেতা https://ift.tt/2VDvvq0

এই সময় ডিজিটাল ডেস্ক: গতকাল শনিবার ত্রিপুরায় আক্রান্ত হয়েছিলেন যুব তৃণমূল নেতারা। ইটের আঘাতে রক্তাক্ত হন সুদীপ রাহা, জয়া দত্ত। আঘাত পান দেবাংশু ভট্টাচার্যও। এরপর শনিবার রাত থেকেই ত্রিপুরার খোয়াই থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা। সূত্রের খবর, মহামারী আইন ভঙ্গের অভিযোগে ভোর রাতে গ্রেফতার করা হয় দেবাংশু, সুদীপ সহ ১১ জন তৃণমূল নেতা-কর্মীকে। আজ বেলা ১১টায় তাঁদের আদালতে পেশ করা হবে। শনিবার ত্রিপুরায় আক্রান্ত হয়েছিলেন যুব তৃণমূলের নেতারা। শনিবার ত্রিপুরায় তাঁদের গাড়িকে লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয় বলে অভিযোগ। ফেসবুক লাইভে দেবাংশু জানান, যুব তৃণমূল নেতা সুদীপ রাহার মাথা ফেটেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনও সাহায্য পাওয়া যায়নি বলে জানান তিনি। ই হামলার প্রতিবাদে এবং আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে রবিবারই ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি টুইটে তিনি লেখেন, BJPর হিংস্র গুন্ডাদের হাতে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে আমি ত্রিপুরায় আসছি। শেষ রক্তবিন্দু দিয়ে এই লড়াই চালিয়ে যাব। এটাই আমার অঙ্গীকার। বিপ্লব দেবের ক্ষমতা থাকলে আটকান।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3Ajj020
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads