Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2UMM4iS
দার্জিলিং যেতে এবার গুনতে হবে দ্বিগুণ ভাড়া https://ift.tt/3yeE08W
এই সময় ডিজিটাল ডেস্ক: পাহাড় যেতে গেলে এখন গুনতে হবে দ্বিগুণ ভাড়া। করোনার জেরে যখন নাজেহাল দশা সকলের তখন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ঙে ঘুরতে কিংবা কাজে গেলে দিতে হবে প্রায় দ্বিগুণ ভাড়া। বিধিনিষেধের জেরে একমাস পরে শিলিগুড়ি থেকে পাহাড়ের জন্য গাড়ি চলাচল শুরু হয়েছে। কিন্তু, বলা হয়েছে ৫০ শতাংশ যাত্রী নিয়ে গাড়ি চলাতে হবে। একে জ্বালানির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তার উপর অর্ধেক যাত্রী নিয়ে কীভাবে গাড়ি চালাবেন চালকরা, বুঝে উঠতে পারছেন না। সেকারণে তেলের খরচ ওঠাতে ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি চালকদের। বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য বেসরকারি গাড়িগুলিতে মাথাপিছু ভাড়া ছিল ৪০০ টাকা। যা এর আগে ছিল প্রায় ২০০ টাকা। এই অবস্থায় বেশী ভাড়া মিটিয়েই যাত্রীদের দার্জিলিং সহ নানা জায়গায় যেতে হচ্ছে।পাহাড় এখন প্রায় পর্যটক শূন্য। শুধুমাত্র নিত্যযাত্রী এবং যারা বিধিনিষেধের জেরে এতদিন শিলিগুড়িতে আটকে ছিলেন তাঁরা বৃহস্পতিবার থেকে পাহাড়ের বিভিন্ন জায়গায় যাচ্ছেন। পাহাড়গামী গাড়ির চালকেরা জানান, প্রচুর গাড়ি ডিজেলে চলে। ইতিমধ্যেই ডিজেলের দাম ৯০ ছাড়িয়ে গিয়েছে। পেট্রল চালিত গাড়িগুলি নিয়েও সমস্যায় পড়েছেন চালকেরা। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া-আসা নিয়ে প্রায় ১৪০ কিলোমিটার পথ। বড় গাড়িতে ১০ জন যাত্রী আগে বসানো হতো। নির্দেশিকা মেনে এখন তা কমিয়ে ৫ জন করা হয়েছে। এতে আগের ভাড়া অনুযায়ী ২০০ টাকায় নিলে ১০০০ টাকা উঠবে। এতে তেল খরচও উঠবে না। তাই বাধ্য হয়ে ভাড়া বাড়াতে হয়েছে বলে জানান গাড়ি চালকেরা। তারপরও হাতে ২০০-৩০০ টাকা লাভ থাকছে। তবে এদিন পাহাড়ের গাড়ির সংখ্যাও ছিল অনেক কম। অনেকেই গাড়ি বের করেননি। একমাস পর গাড়ি চালানোর সবুজ সংকেত মিললেও তাঁদের দুর্দশা কাটতে আরও সময় লাগবে বলে জানান গাড়ি চালকেরা। অন্যদিকে সিকিম সীমান্তেও যাত্রীদের পৌঁছে দিতে দ্বিগুণ ভাড়া নেওয়া হয়। গন্তব্যে যেতে উপায় না পেয়ে সেই ভাড়া মিটিয়ে গাড়িতে ওঠেন যাত্রীরা।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2UMM4iS
Previous article
Next article
Leave Comments
Post a Comment