বাংলা-সহ দেশের ১৬ রাজ্যে ভারতনেট ব্রডব্যান্ড চালু হচ্ছে, ৩.৬ লাখ গ্রামে হাই-স্পিড ইন্টারনেট https://ift.tt/3Ab3hmx - MAS News bengali

বাংলা-সহ দেশের ১৬ রাজ্যে ভারতনেট ব্রডব্যান্ড চালু হচ্ছে, ৩.৬ লাখ গ্রামে হাই-স্পিড ইন্টারনেট https://ift.tt/3Ab3hmx

এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের 16টি রাজ্যে অপ্টিক্যাল ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে আসার ঘোষণা করেছে কেন্দ্র। বুধবার কেন্দ্রের তরফে এই ঘোষণা করা হয়েছে। এছাড়াও, দ্রুত এই ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য বেসরকারি কোম্পানিগুলির সাহায্য নেওয়া হবে বলেও জানানো হয়েছে কেন্দ্রের তরফে। এক কথায়, এই প্রকল্প ডিজিটাল ইন্ডিয়া গড়র লক্ষ্যে ভারত সরকারের অনন্য এক পদক্ষেপ। এই প্রজেক্টে যে কোনও সময় প্রয়োজন হলে আর্থিক সাহায্য করবে কেন্দ্র। তার জন্য কেন্দ্রের তরফ থেকে 19,041 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। BharatNet-এর সম্প্রসারণের ফলে দেশের 16টি রাজ্যের 3.6 লক্ষ গ্রামে ফাইবার অপ্টিক্যাল ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন পৌঁছে যাবে। 2011 সালে প্রথম এই প্রজেক্ট লঞ্চ করা হয়েছিল। দেশের যে 16 রাজ্যে ইতিমধ্যেই ভারতনেট ব্রডব্যান্ড কানেকশন চালু করার অনুমোদন দেওয়া হয়েছে, সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। এছাড়াও, চালু হতে চলেছে কেরালা, কর্ণাটক, রাজস্থান, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজ়োরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ। আরও পড়ুন: বুধবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ভারতের ব্রডব্যান্ড দুনিয়ার এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। BharatNet প্রোগ্রামকে মোট 9টি ভাগে ভাগ করা হয়েছে। একটি কোম্পানি 4টি বেশি প্যাকেজের দায়িত্ব পাবে না। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আরও জানিয়েছেন যে, এইভাবে BharatNet থেকে মনোপলি দূরে রাখা সম্ভব হবে। কেন্দ্রীর মন্ত্রীর আরও বক্তব্য, এই প্রকল্পে 30 বছর পরিচালনা ও মূলধন ব্যয়-সহ মোট খরচ হবে 95,000 থেকে 1 লক্ষ কোটি টাকা। পিপিপি মডেলে এই প্রোগ্রামে মোট 19,000 কোটি টাকা খরচ করবে কেন্দ্র। তাঁর কথায়, 'ভালো স্বাস্থ্য, শিক্ষা, ও গভর্নেন্সের জন্য এখন দেশজুড়ে ইন্টারনেট কানেকশনের গুরুত্ব অপরিসীম। ফলে, দেশে OTT প্ল্যাটফর্ম-সহ বিনোদন জগত ও অন্যান্য আরও অনলাইন প্ল্যাটফর্মের গুরুত্ব অনেকটাই বাড়বে।' আরও পড়ুন: BharatNet-এর দ্বিতীয় পর্যায়ে 2020 সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট 1.5 লক্ষ কিলোমিটার অপ্টিক্যাল ফাইবার বসানো হয়েছে। এর ফলে 2300-র বেশি গ্রাম পঞ্চায়েতে অপ্টিক্যাল ব্রডব্যান্ড কানেকশন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 2020 সালের 15 অগাস্ট থেকে 1000 দিনের মধ্যে দেশের 6 লক্ষ গ্রামকে হাই-স্পিড ইন্টারনেটের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3dycxqX
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads