Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/368nNGB
মাস প্রতি ₹15 হাজারের কম জমা,অবসরে পাবেন ₹23 কোটি! https://ift.tt/3hpRo3y
এই সময় ডিজিটাল ডেস্ক: সদ্য চাকুরিজীবন শুরু করেছেন? আজই ভাবুন অবসরের কথা। না, মজা নয়। 60 বছর বয়সে হাতে স্থায়ী রোজগার না থাকলে ঠিক কতদিন চলবে আপনার? মাস দুয়েক? কিংবা খুব জোর হলে চার থেকে পাঁচ মাস। তারপরে কী? তাই চিন্তা করুন আজ থেকেই। Systematic Investment Planning বা SIP- তে টাকা রাখুন নিয়মিত। আপনার আজকের ছোট সঞ্চয় আপনার অবসরে হাতে তুলে দেবে ভবিষ্যতের সুরক্ষা। মনে রাখা দরকার, শুধুমাত্র বিনিয়োগই যথেষ্ট নয়। যে কোনও বিনিয়োগকারী, তিনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন-- তবে কম সময়ের মধ্যে নিজের বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন। তাই বিনিয়োগের ক্ষেত্রে দরকার যথেষ্ট বুদ্ধিমত্তা। সেটা ছাড়া কার্যত অসম্ভব হয়ে পড়ে বিনিয়োগ। তাই একজন বিনিয়োগকারীকে নিয়মিত বিনিয়োগের ধরণ সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হয়। SIP খাতে অনেকেই বিনিয়োগ করে থাকেন, কিন্তু তাঁদের অনেকেই মাসিক বিনিয়োগের টাকা বৃদ্ধি করার কথা ভাবেন না। SIP- তে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি না পেলে বার্ষিক রিটার্নের হার বাড়ে না। ফলত, অবসরের জন্য মোটা টাকা জমাতে বিনিয়োগের ব্যাপারে একান্ত ওয়াকিবহাল হওয়া প্রয়োজন। SIP Investment এর ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের মধ্যে দিয়ে অনেকে বিনিয়োগ করেন। একজন ব্যক্তি যদি 25 বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেন এবং 60 বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করতে থাকেন, তবে তাঁর মোট বিনিয়োগের সময় ৩৫ বছর৷ এই 35 বছরে তাঁর অন্তত 20 কোটি টাকা জমানোর সুযোগ থাকবে। প্রতি বছর সেক্ষেত্রে বার্ষিক রিটার্ন হবে 12-15%। সহজ হিসাবে, একজন যদি প্রতি মাসে 14,500 টাকা করে বিনিয়োগ করতে থাকেন, এবং প্রতি বছর 12% বার্ষিক রিটার্ন পান-- তবে একটানা 35 বছর শেষে তাঁর হাতে, 60 বছরের মাথায় উঠে আসবে 22.93 কোটি টাকা। যা অবসর পরবর্তী জীবনের জন্য যথেষ্ট৷ আপনি কি SIP খাতে বিনিয়োগ করেছেন? আজই জানান আমাদের কমেন্টবাক্সে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/368nNGB
Previous article
Next article
Leave Comments
Post a Comment