Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3x9651x
'বাবা হতে পারি', নোবেলের দাবিতে তাজ্জব স্ত্রীও? https://ift.tt/3h6lxFV
এই সময় ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই ফেসবুকে বাংলাদেশের গায়ক জানিয়েছিলেন, ‘হয়তো আমরা মা-বাবা হতে চলেছি।‘ এরপরেই সোশ্যাল মিডিয়ায় অনেকে তাঁকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। আবার ট্রোলও হতে হয়েছিল এই গায়ককে। কিন্তু এবার নোবেলের স্ত্রী মাহমুদ জানান, তিনি মা হচ্ছেন না। এমন কোনও সম্ভাবনাও আপাতত নেই। বিতর্কের সূত্রপাত নোবেলের একটি ফেসবুক পোস্ট থেকে। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন— ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।’ এরপরেই শুরু হয় তোলপাড়। তবে কি বাবা হতে চলেছেন এই জনপ্রিয় গায়ক? কিন্তু এরপরেই এই প্রসঙ্গে মুখ খোলেন নোবেলের স্ত্রী সালসাবিল। তিনি বলেন, 'নোবেলের স্ট্যাটাস থেকেই আমি মা হওয়ার খবর জানি। এর মধ্যে কোনও সত্যতা নেই। আমি সন্তানসম্ভবা নই। আপাতত মা হচ্ছি না।' এখানেই শেষ নয়, নোবেলের স্ত্রী আরও জানান, স্বামীর ফেসবুক স্টেটাসটি তাঁর চোখেও এসেছিল। তারপরেই তিনি নোবেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। তিনি জানান, স্বামীর ফোন বন্ধ। পরে ফোন খোলা পেলেও স্ত্রীর ফোন ধরেননি নোবেল। তাই স্বামী কেন হঠাৎ এই খবর ফেসবুকে দিতে গেলেন, তার কোনও সদুত্তর সালসাবিলের কাছে নেই। আপাতত তিনি বাপের বাড়িতেই রয়েছেন। এদিকে নোবেলের পোস্টে ‘হয়তো’ শব্দের ব্যবহার নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন। অনেকে প্রশ্ন তুলেছেন, 'হয়তো কেন? আপনি কি শিওর নন'? ফারিহা মাইমুনা নামের মহিলার প্রোফাইল থেকে প্রশ্ন তোলা হয়েছে- 'আলহামদুলিল্লাহ কিন্তু হয়তো আবার কী? নিজের ওপর নিজের কনফিডেন্স নেই!’ এপার বাংলায় জি বাংলায় রিয়্যালিটি শো সারেগামাপা-এর হাত ধরে খ্যাতির শীর্ষে উঠেছিলেন নোবেল কিন্তু বিতর্কের ধাক্কায় অনুরাগীদের সে মোহ কাটতে সময় লাগেনি। ২৪ বছর বয়সী এই গায়কের কীর্তিতে সারাক্ষণ শোরগোল নেটপাড়ায়। কখনও বাংলাদেশের রকস্টার জেমসকে জড়িয়ে অশ্লীল পোস্ট তো কখনও ভারতের প্রধানমন্ত্রী মোদীকে টার্গেট। কখনও আবার বাংলাদেশের টিভি সাংবাদিককে মোবাইল ফোনে অপহরণের হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন শিল্পী। ত্রিপুরায় এফআইআরও দায়ের হয়েছিল নোবেলের বিরুদ্ধে। এমনকী ভারতে এলেই তাঁকে গ্রেফতার করা হবে বলেও শোনা গিয়েছিল। সোশ্যাল পোস্টেই ক্ষমা চেয়ে সব বিতর্ক মিটমাট করেন নোবেল।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3x9651x
Previous article
Next article
Leave Comments
Post a Comment