Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3uYzxFt
Parineeti Chopra Unplugged: লাভমেকিং, চুমু... অকপট Parineeti! https://ift.tt/3fVw7yY

এই সময় ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে তুরস্কে রয়েছেন অভিনেত্রী Parineeti Chopra। বেশ কিছুদিনের ব্রেকের পর তাঁর ব্যাক টু ব্যাক তিনটি ছবি মুক্তি পেয়েছে। হাজার ব্যস্ততার মধ্যেও অবশেষে তাঁকে পাওয়া গেল ETimes-এর জন্যে একটি এক্সক্লুসিভ সাক্ষাত্কারে। প্রশ্ন: আপনার Kesari ছবির গান ইউটিউবে ১০০ মিলিয়ন ভিউ পেরিয়ে গেল। কেমন লাগছে? পরিণীতি: সত্যি বলতে কি এই দিনটার জন্যে গত ৫ বছর ধরে অপেক্ষায় ছিলাম। কেরিয়ারের শুরুতে দর্শকের থেকে যে অকুন্ঠ ভালোবাসা পেয়েছিলাম, তা ফিরে আসার দিন গুনছিলাম। অবশেষে আমার ইচ্ছাপূরণ হল। সমালোচকরা যখন আমার বিরুদ্ধে লিখতেন, তখন একদিক থেকে তাঁরা ঠিকই বলতেন। পুরোটা আমার উপরেই ছিল। নিজের দক্ষতা দেখানোর জন্য সঠিক কাজ বেছে নেওয়ার ভীষণ প্রয়োজন ছিল। ২০২১ সাল আমাকে সেই পরিশ্রমের ফল দিয়েছে। প্রশ্ন: আচ্ছা একটা কথা খুব জানতে ইচ্ছে করছে... এমন কোনও দৃশ্যে অভিনয় করছেন, যেখানে নিজের সম্পূর্ণ মত ছিল না? পরিণীতি: গত পাঁচ বছরে এমন বহু বারই হয়েছে। যে কাজ করছিলাম তাতে পুরোপুরি খুশি ছিলাম না। নিজের উপর ভরসা ছিল। কিন্তু আমার পছন্দের কোনও চরিত্র দিচ্ছিলেন না পরিচালক-প্রযোজকরা। নিমরাজি হয়েই একের পর এক ছবিতে সই করেছি। কাজে কোনও স্যাটিসফ্যাকশন পাচ্ছিলাম না। এই স্টেট থেকে আমাকে বের করে এনেছেন তিনজন পরিচালক-- Amol Gupte, Dibakar Banerjee এবং Ribhu Dasgupta। এঁদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। প্রশ্ন: আচ্ছা এমন কখনও হয়েছে, ছবির অফার সই করেও পরে প্রযোজককে সেই টাকা ফেরত দিয়ে দিয়েছেন? পরিণীতি:আলবাত্ হয়েছে। একবার একটি ছবি করার সব কথা ঠিক। অ্যাডভান্সও নেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু পরে গিয়ে প্রযোজককে টাকা ফিরিয়ে দিই। কিছুতেই ছবিটি করতে মন সায় দিচ্ছিল না। তবে কোন ছবি বা পরিচালক জিজ্ঞাসা করবেন না। বলতে পারব না। প্রশ্ন: রোম্যান্টিক নিবিড় দৃশ্যে অভিনয় করার সময় কখনও মন পরিবর্তন... পরিণীতি: আমি ছবিতে চুমু থেকে লাভ মেকিং সবই করেছি। কিন্তু এমন দৃশ্যের কাট মানে কাট। শারীরিক ঘনিষ্ঠতার কোনও দৃশ্যের শ্যুটিং ভীষণই টেকনিকাল আর ক্লিনিকাল হয়। সেখানে আবেগে ভেসে যাওয়ার কোনও অবকাশই থাকে না।
প্রশ্ন: এমন কখনও হয়েছে, কোনও একটি ছবি মনে প্রাণে করতে চেয়েছেন, নির্মাতাদের সঙ্গে কথা বলেছেন অথচ শেষ পর্যন্ত আপনাকে নেওয়া হয়নি? পরিণীতি: আমার সঙ্গে এমনটা ২ বার হয়েছে। একবার আমাকে বলা হয়েছিল, চরিত্রের জন্যে আমি ভীষণই ইয়ং আর দ্বিতীয়বার জানতে পারি আমার আগেই সেই চরিত্রের জন্যে অন্য এক নায়িকার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছিল। অভিনেত্রী হিসেবে আমার উইশলিস্টে কয়েকজন পরিচালকের নাম রয়েছে। আশা করছি কখনও না কখনও তাঁদের সঙ্গে কাজের সুযোগ আসবে। প্রশ্ন: গ্লিসারিন না লাগিয়ে কেঁদেছেন কখনও? পরিণীতি: একদম। শুরুর দিকে আমি প্রতিটি ইমোশনাল দৃশ্য এমনিই কেঁদে ফেলতাম। চোখের জল শুকিয়ে গেলে গ্লিসারিন ব্যবহার করতাম। প্রশ্ন: কখনও কোনও হিরোর খামখেয়ালিপনার জন্য আপনার শিডিউল নষ্ট হয়েছে? পরিণীতি: একেবারেই না। আমি অক্ষয় কুমার, অজয় দেবগণের মতো তারকাদের সঙ্গেও কাজ করেছি। এঁরা প্রত্যেকে এতটাই অর্গানাইজড যে শিডিউল নিয়ে কখনও কোনও সমস্যা হয়নি।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3uYzxFt
Previous article
Next article
Leave Comments
Post a Comment