Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/34U8C33
জুনেই ভারতে আসছে এই চার স্মার্টফোন https://ift.tt/3w0H9sm

এই সময় ডিজিটাল ডেস্ক: কোভিড অতিমারির কারণে সারা বিশ্বজুড়েই ভার্চুয়ালের গুরুত্ব বেড়েছে। ভারতও তার অন্যথা নয়। স্কুল, অফিস তো রয়েইছে। কিন্তু প্রিয়জনের সঙ্গে দেখা না হওয়ার আক্ষেপ অনেকখাই মেটাতে সাহায্য করছে ভার্চুয়াল মিট। আর তার জন্য অপরিহার্য একটা স্মার্টফোন। মে মাসেও ভারতে বাজেট এবং প্রিমিয়িম সেগমেন্ট মিলিয়ে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করেছে। জুনের তালিকাটা আরও লম্বা। এর আগেই আমরা জুনের সম্ভাব্য মোবাইল লঞ্চের একটা তালিকা প্রকাশ করেছিলাম। কিন্তু দিন যত গড়িয়েছে, তালিকাটাও ততই লম্বা হয়েছে। 7 জুন ভারতে লঞ্চ হচ্ছে Infinix 10 Series। 10 জুন ভারতে আসছে OnePlus Nord CE 5G। আর তার পরই এক এক করে লঞ্চ করবে , , Poco M3 Pro এবং Xiaomi Mi 11 Lite-এর মতো একাধিক প্রতিক্ষিত স্মার্টফোন। আরও পড়ুন: এদিকে আবার এই সব স্মার্টফোন যখন ভারতে আসছে। অন্য দিকে আবার গ্লোবালিও বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করবে জুন মাসে। সেই তালিকায় রয়েছে Realme GT 5G এবং Nokia C20 Plus-এর মতো কিছু স্মার্টফোন। 11 জুন এই দুটি হ্যান্ডসেট, সারা বিশ্বেই লঞ্চ করবে বলে জানা গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক, জুনের ভারতে আর কী কী স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। - এটিই ভারতে Poco-র প্রথম 5G স্মার্টফোন, যা লঞ্চ করছে 8 জুন, মঙ্গলবার। শুধু মাত্র Flipkart থেকেই ইউজারেরা এই ফোনটি কিনতে পারবেন এবং এর দাম হতে চলেছে 16,000 টাকার কাছাকাছি। গত মাসেই দুর্ধর্ষ এই ফোন লঞ্চ করেছিল ইউরোপে। রয়েছে 6.5 ইঞ্চির একটি FHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনে দেওয়া হচ্ছে একটি MediaTek Dimensity 700 প্রসেসর, যা পেয়ার করা থাকছে 6GB RAM এবং 128GB স্টোরেজের সঙ্গে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে 8MP+2MP+2MP সেন্সর থাকছে এবং সেলফি ক্যামেরার জন্য একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। অত্যন্ত শক্তিশালী 5,000mAh ব্যাটারি রয়েছে এই মডেলে। iQoo Z3 5G - বিগত কয়েক দিন ধরেই Vivo-র সাবব্র্যান্ডের এই স্মার্টফোন নিয়ে একাধিক জল্পনা শোনা গিয়েছে। 8 জুন অর্থাৎ মঙ্গলবার এই ফোনটি ভারতে লঞ্চ করবে। Amazon-এর একটি লিস্টিং থেকে জানা গিয়েছে, পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে Qualcomm-এর Snapdragon 768G 5G প্রসেসরের সাহায্যে। এদিকে আবার অন্য আরও বেশ কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই ফোনে থাকছে একটি 6.58 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। ফোনটিতে থাকছে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের অপশন। সফ্টওয়্যারের দিক থেকে ফোনটি Android 11 আউট অফ দ্য বক্স দ্বারা চালিত হবে। এই iQoo Z3 5G ফোনটি ভারতে 25,000 টাকারও কম দামে লঞ্চ করা হবে। - এই ফোনের লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা না করা হলেও, ভারতে Xiaomi- প্রধান মনু কুমার জৈন জানিয়েছেন যে, খুব শিগগিরই ভারতে আসছে Xiaomi Mi 11 Lite। ইতিমধ্যেই ফোনটি চিনে লঞ্চ করে গিয়েছে। রয়েছে একটি 6.5 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনে একটি Qualcomm Snapdragon 732G প্রসেসর দেওয়া হচ্ছে, যা পেয়ার করা থাকছে 8GB RAM এবং 128GB স্টোরেজের সঙ্গে। বেশ শক্তিশালী 4,250mAh ব্যাটারি থাকছে এই মডেলে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে থাকছে 64MP+8MP+5MP সেন্সর এবং সেলফির জন্য একটি 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা। মনে করা হচ্ছে, এই Xiaomi Mi 11 Lite ফোনটিও ভারতে 20,000 টাকারও কম দামে লঞ্চ করা হবে। Vivo Y73 - জুন মাসেই লঞ্চ করবে এই ফোন। কিন্তু দিন ক্ষণের ঘোষণা এখনও কোম্পানির তরফে করা হয়নি। তবে, সাম্প্রতিক একটি টিজার থেকে পরিষ্কার, Vivo Y73 ফোনের লঞ্চিং আসন্ন। Gadgets 360-র একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, এক সপ্তাহের মধ্যেই ফোনটি ভারতে লঞ্চ করবে এবং দাম হবে 20,000 টাকারও কম। এই ফোনে একটি 6.44 ইঞ্চির AMOLED FHD+ ডিসপ্লে থাকছে। অত্যন্ত শক্তিশালী MediaTek G95 গেমিং প্রসেসর থাকবে এই ফোনে, যা আবার পেয়ার করা হবে 8GB RAM এবং 128GB বিল্ট-ইন স্টোরেজের সঙ্গে। 4000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে ফোনটিতে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আরও পড়ুন:
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/34U8C33
Previous article
Next article
Leave Comments
Post a Comment