বিরাট স্বস্তি! সংক্রমণের পাশাপাশি কমল কোভিড মৃত্যুও https://ift.tt/3xWBK6g - MAS News bengali

বিরাট স্বস্তি! সংক্রমণের পাশাপাশি কমল কোভিড মৃত্যুও https://ift.tt/3xWBK6g

এই সময় ডিজিটাল ডেস্ক: স্বস্তির খবর, সংক্রমণের পাশাপাশি কমল কোভিড মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন, যা গতকালের সংক্রমণের থেকে ৭.৭ শতাংশ কম। এদিকে এই সময়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯৭৯ জনের। ৭৫ দিন পর দৈনিক মৃত্যু নেমেছে হাজারের নীচে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ৫৮ হাজার ৫৭৮ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭২ হাজার ৯৯৪ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৬.৮০ শতাংশ। এদিকে করোনা সংক্রমণ কমলেও চিন্তাল বাড়াচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট।করোনাভাইরাসের (Covid 19) ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট (Delta Plus Variant) নিয়ে ক্রমেই শঙ্কা বাড়ছে। দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনার নতুন স্টেন। ইতিমধ্যেই ভারতের ১২টি রাজ্যে মিলেছে করোনার Delta Plus Variant। আক্রান্ত ৫১ জন। এই নয়া প্রজাতির করোনা ডেল্টা প্লাসের সঙ্গে ফুসফুসের কোষের অনেক বেশি সাযুজ্য রয়েছে। NTAGI বিশেষজ্ঞ ডঃ এন কে অরোরার মতে, লাঙ্কসের কোষে ডেল্টার প্রভাব বেশি হলেও এর মানে এটা নয় যে, এই নয়া ভ্যারিয়েন্ট আগের থেকে বেশি সংক্রামক বা বেশি ক্ষতিকর। ১১ জুন ভাইরাসের এই নয়া প্রজাতিকে Delta strain or B.1.617.2 variant বলে চিহ্নিত করা হয়। ইতিমধ্যেই Varients of Concern-এর তকমা লেগে গিয়েছে এই নয়া প্রজাতির গায়ে। । যদিও ডাঃ অরোরা জানিয়েছেন, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সঙ্গে ফুসফুসের মিউকোসাল লাইনিংয়ের সাযুজ্য থাকলেও এর প্রভাব আরও ক্ষতিকর কিনা সেই বিষয়টি এখনও স্পষ্টও কিছু জানা যায়নি। ডাঃ অরোরার মতে, এই নয়া ভ্যারিয়েন্ট কতটা ক্ষতি করছে সে সম্পর্কে ধারণা করা যাবে আক্রান্তদের কেস স্টাডি থেকে। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই সামনে আসবে নতুন নতুন পর্যবেক্ষণ। যতদিন যাচ্ছে ডেল্টা প্লাস নিয়ে আশঙ্কা বেড়েই চলেছে সাধারণ মানুষের মনে। ডাঃ অরোরা জানিয়েছেন, এখনও পর্যন্ত যা তথ্য সামনে এসেছে তাতে আপাতত মনে হচ্ছে, যাঁরা টিকার একটি বা দুটি ডোজ পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে ডেল্টা প্লাসের প্রভাব অনেক কম। করোনা মোকাবিলায় টিকাকরণেই জোর দিচ্ছে কেন্দ্র। AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া (Randeep Guleria)-এর মতে, এবার দু'টি ডোজে দু'রকম ভ্যাকসিন নিলেই মোকাবিলা সম্ভব ডেল্টা ভ্যারিয়েন্টের সঙ্গে। তিনি বলেন, এবার দু'টি ডোজে দু'রকম ভ্যাকসিন নিলেই ডেল্টা ভ্যারিয়েন্টের সঙ্গে মোকাবিলা সম্ভব । তিনি বলেন, নতুন ভ্যাকসিন পলিসিতে নানারকমের কোভিড টিকার কম্বিনেশনের উপর পরীক্ষা চালানো হবে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2T6nR6W
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads