এই কাজগুলো নিয়মিত করুন, তাহলেই শনি থাকবেন তুষ্ট https://ift.tt/3pvnn64 - MAS News bengali

এই কাজগুলো নিয়মিত করুন, তাহলেই শনি থাকবেন তুষ্ট https://ift.tt/3pvnn64

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে নয়টি গ্রহের মধ্যে যাকে সবাই ভয় পান, নিঃসন্দেহে তিনি হলেন শনি। কর্মফলের দেবতা শনি মানুষকে তাঁর কর্মফল অবশ্যই ভোগ করান। তাই শনির দৃষ্টি যাঁর ওপরে পড়ে, তাঁর জীবনে অশেষ দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। আর অন্য গ্রহের তুলনায় শনির চলন সবচেয়ে ধীরে হওয়ায় এক একটি রাশিতে শনি সবচেয়ে বেশিদিন অবস্থান করেন। এর ফলে একবার শনির প্রভাব কারোর ওপর পড়লে তা সহজে ছাড়তে চায় না। এই কারণে জ্যোতিষশাস্ত্রে যাঁরা বিশ্বাস করেন, তাঁরা শনিকে সর্বদা তুষ্ট রাখার চেষ্টা করেন। এখানে আমরা আপনাকে জানাব এমন কয়েকটি কাজের কথা, যা নিয়মিত করলে শনি প্রসন্ন থাকবেন। * জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে নিয়মিত রামচরিতমানস এবং সুন্দরখণ্ড পাঠ করলে শনিকে তুষ্ট করা যায়। এঁদের ওপর শনির কৃপাদৃষ্টি সব সময় থাকে। * বজরংবলীকে নিয়মিত পান ও সিঁদুর দিয়ে পুজো করলেও শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়। * শারীরিক ভাবে অক্ষম মানুষদের নিয়মিত খাদ্য দান করুন। এতে শনি আপনার ওপর খুশি হবেন। খাবার ছাড়া অন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও দরিদ্রদের দান করতে পারেন। * অসুস্থদের চিকিত্‍সার ব্যবস্থা করে দিলেও শনি প্রসন্ন থাকবেন আপনার উপরে। দরিদ্রদের কখনোও অসম্মান করবেন না। তাঁদের যথাসম্ভব সাহায্য করুন। তাহলেই শনির দশা আপনার উপর পড়বে না। * শনি হলের কর্মফলের দেবতা। খারাপ কাজ করলে যেমন শনি রুষ্ট হন, তেমন ভালো কাজ করলে শনি প্রসন্ন হোন ও শুভ ফল দান করেন। তাই শনিকে তুষ্ট রাখতে সত্যের পথ ছাড়া চলবে না। যতই কঠিন হোক, সুবিচার ও ন্যায়ের সঙ্গে যদি থাকতে পারেন, তাহলে শনির আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে থাকবে। * কখনও কারোও অনিষ্ট চিন্তা করবেন না। নিজের অধঃস্তন কর্মীদের অশ্রদ্ধা করবেন না। কর্মীদের টাকা সময় মতো মিটিয়ে দিন। তাহলেই শনির রোষ আপনাকে সহ্য করতে হবে না। * শনিকে তুষ্ট রাখতে কোনও অসাধু কাজে জড়িয়ে পড়বেন না। মদ্যপান থেকে দূরে থাকুন। যাঁরা পরস্ত্রী বা পরপুরুষের উপর কুদৃষ্টি দেন না, তাঁদের ওপর শনি সন্তুষ্ট থাকেন। কারণ খারাপ কাজ করলে শনির রোষে সেই কর্মফল পেতেই হবে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3clgui9
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads