ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আজ রাজ্যে কেন্দ্রীয় দল https://ift.tt/34WbM6h - MAS News bengali

ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আজ রাজ্যে কেন্দ্রীয় দল https://ift.tt/34WbM6h

এই সময়: ইয়াসের (Cyclone ) তাণ্ডবে দুই জেলায় বিপুল ক্ষয়ক্ষতির হিসেব করতে রবিবার রাজ্যে আসছে কেন্দ্রীয় দল (Cemtral Team)। সাত সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রকের এক যুগ্ম সচিব। এ ছাড়াও কৃষি এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা থাকবেন। পরিদর্শন সেরে বুধবার তাঁদের দিল্লি ফেরার কথা। (), পাথরপ্রতিমা, গোসাবা-সহ ইয়াস-বিধ্বস্ত এলাকায় দল যাবে বলে ইতিমধ্যেই রাজ্য সরকারকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry Of Home Affairs)। কেন্দ্রীয় দল সরেজমিন ওই সব ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে চায়। মঙ্গলবার তারা রাজ্য সরকারের সঙ্গে ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক করবে। এদিকে, সোমবার মুখ্যমন্ত্রী () জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন। কেন্দ্রীয় দলের এই আগমনকে অবশ্য রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিতে নারাজ। কারণ, গত বছর উম্পুনের পরেও কেন্দ্রীয় দল এসেছিল। তাদের কাছে ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট তথ্য-সহ পেশ করেছিল রাজ্য সরকার। পুনর্গঠনের জন্য ৩৫ হাজার কোটি টাকার প্যাকেজও চাওয়া হয়। পরে রাজ্য সরকার কেন্দ্রের কাছে আর্জি জানায়, অন্তত ৭ হাজার কোটি টাকা দেওয়া হোক। কিন্তু একটি টাকাও পাওয়া যায়নি বলে অভিযোগ। তাই ইয়াসে কত টাকা ক্ষতিপূরণ মিলবে, তা নিয়ে সন্দিহান রাজ্য। গত ২৮ মে মুখ্যমন্ত্রী কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীকে প্রাথমিকভাবে ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে জানিয়ে রিপোর্ট দিয়েছিলেন। একইসঙ্গে ইয়াস-বিধ্বস্ত সুন্দরবন ও দিঘার জন্য দশ হাজার কোটি টাকা করে দু'টি মাস্টার প্ল্যানের প্রস্তাবও দেওয়া হয়। সূত্রের খবর, এখনও কোনও টাকা আসেনি। জানা গিয়েছে, কেন্দ্রীয় দলটি দু'ভাগে ভাগ হয়ে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে যাবে। সেখানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে চায় তারা। তারপর রাজ্যের সঙ্গে কথা বলে দিল্লিতে ফিরে রিপোর্ট দেওয়ার কথা। এদিকে, শুক্রবার দুয়ারে ত্রাণ শিবিরের দ্বিতীয় দিনেই দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ৪২ হাজার ৬০৫ জন সরকারি আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছেন। দুর্গত ছ'জেলায় ২২০টি শিবির খোলা হয়েছে। ১৮ জুন পর্যন্ত ওই এলাকায় ব্লক অফিস বা স্কুল, কলেজ বাড়িতে রাজ্য সরকারের এই শিবির চলবে। যেখানে ক্ষতিগ্রস্ত মানুষেরা লিখিত আবেদন করবেন। এরপর বিডিওরা সরেজমিন যাচাই করবেন। ঘটনাস্থল থেকে ছবি তুলে জিআই ট্যাগ করে অ্যাপের মাধ্যমে নবান্নে পাঠাবেন। যার ভিত্তিতে ১ জুলাই থেকে ওই ক্ষতিপূরণের অর্থ রাজ্য সরকার সরাসরি দুর্গত মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এ জন্য স্থানীয় পঞ্চায়েত বা পুরসভার সুপারিশ লাগবে না। কলকাতার আরও খবরের জন্য প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন লে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3z0uUhs
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads