Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3cjQ6oN
মুখ থেকে মাস্ক নামতেই গোয়েন্দাদের ফাঁদে ATM তস্কর https://ift.tt/3z6aS5l
এই সময়: CCTV ক্যামেরার বিভিন্ন মুহূর্তের কয়েকশো ফুটেজ। সেই ফুটেজ ঝাড়াইবাছাই করতে গিয়ে একটি ফুটেজে দেখা যাচ্ছে, কয়েক সেকেন্ডের জন্য একজনের মুখের মাস্ক কিছুটা নামানো। অন্য একটি ফুটেজে টুপি পরা সন্দেহভাজনের পাশে আর একজনের মাথায় টুপি কিছুক্ষণের জন্য খোলা। আবার একটি ফুটেজে ATM-এর গেটে চোখ রেখে একজনকে দেখা যাচ্ছে। শহরে নয়া কায়দায় ATM হ্যাকিংয়ের () ঘটনায় সন্দেহভাজন মুখোশধারী ত্রিমূর্তির খোঁজ করতে গিয়ে কয়েকশো CCTV ফুটেজের মধ্যে থেকে উঠে আসা এমন কয়েকটি ফুটেজই আপাতত হাতিয়ার কলকাতা গোয়েন্দা পুলিশের। ইতিমধ্যে তদন্তকারীরা এমনও জানতে পেরেছেন, টাকা বের করে নেওয়ার পর অভিযুক্তরা একটি এসইউভি গাড়িতে উঠে পালিয়ে যায়। সেই গাড়ির নম্বর প্লেটটি ভুয়ো কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। শহরে একটি বেসরকারি ব্যাঙ্কের খান দশেক ATM থেকে টাকা লুঠের ঘটনায় শুক্রবার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে লালবাজারের এক কর্তা এদিন বলেন, 'আমরা বেশ কয়েকটি সূত্র পেয়েছি। তার ভিত্তিতে তদন্ত চলছে।' পুলিশ সূত্রের খবর, ব্ল্যাক বক্স ডিভাইসের মতো কোনও যন্ত্র বসিয়ে ATM-এর কম্পিউটারের সঙ্গে ব্যাঙ্কের প্রসেসিং সেন্টারের যোগাযোগ বিচ্ছিন্ন করে লোপাট হয়েছে টাকা। তার জন্য ATM-এর হুড খুলে সেখানে ওই ডিভাইস বসিয়েছে অভিযুক্তরা। একটি CCTV ক্যামেরার ফুটেজে সেই হুড খোলার ছবিও ধরা পড়েছে বলে তদন্তকারীদের দাবি। তদন্তকারীরা একেবারে গোড়ায় যে ফুটেজ পেয়েছিলেন, সেখানে তিনজনকেই চোখে সানগ্লাস, মাথায় টুপি, মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে দেখা গিয়েছিল। এরপর অন্য এটিএমগুলির CCTV ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়। তাতেই দেখা যায়, টুপি পরা এক সন্দেহভাজনের মাস্ক কিছু সময়ের জন্য একটু নীচে নামানো। আরও একজনের মাথায় টুপি কিছু সময়ের জন্য খোলা। আবার অন্য একটি ফুটেজে এক সন্দেহভাজন টুপি-মাস্ক-গ্লাভসে চেহারা আড়াল করেছে বলেও দেখা গিয়েছে। পুলিশ সূ্ত্রের খবর, ইতিমধ্যেই দিল্লি, ফরিদাবাদ, গুরুগ্রাম-সহ বিভিন্ন জায়গার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন লালবাজারের গোয়েন্দারা। ফরিদাবাদে এই কায়দায় টাকা লুঠের ঘটনায় এক অভিযুক্ত পুলিশের হাতে ধরা পড়েছিল। সেখানেও পুলিশের একটি টিম গিয়েছে। পাশাপাশি আরও কয়েকটি টিম সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু করেছে। যে এসইউভিতে চড়ে অভিযুক্তরা গা-ঢাকা দেয়, তার গতিবিধি জানতে শহরের অন্য প্রান্তেরও ট্র্যাফিকের CCTV খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানান, CCTV-তে ধরা পড়া সন্দেহভাজনের ছবি অস্পষ্ট। সেগুলিকে সফটওয়্যারের মাধ্যমে যতটা সম্ভবত পরিষ্কার করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। যে সব রাজ্যে এই কায়দায় ATM হ্যাক হয়েছে, সেখানকার পুলিশকেও এই ফুটেজ দেখানো হচ্ছে। ফরিদাবাদে ধৃত অভিযুক্তের কাছ থেকেও CCTV-তে ধরা পড়া সন্দেহভাজনের পরিচয় জানার চেষ্টা চলছে। যে গ্যাং কলকাতায় অপারেশন চালিয়েছে, সেটি ভিন রাজ্যের বলেই এ পর্যন্ত তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন। তবে এর পিছনে আরও বড় কোনও মাথার জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। কারণ, পুণেতে একই কায়দায় ATM হ্যাকিংয়ে ধরা পড়েছে নাইজেরিয় নাগরিকও। যদিও কলকাতায় ATM থেকে যে CCTV ফুটেজ মিলেছে, সেখানে সন্দেহভাজনকে ভারতীয় নাগরিক বলেই মনে করছেন তদন্তকারীরা। পর্ণশ্রীর ATM থেকে আরও এক নতুন কায়দায় টাকা লুঠে হরিয়ানার মেওয়াঠের যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে এই বেসরকারি ব্যাঙ্কের এটিএমগুলি হ্যাকিংয়ের যোগের সম্ভাবনা কম বলেই মনে করছেন তাঁরা। অপরাধ তদন্তের আরও খবরের জন্য প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3cjQ6oN
Previous article
Next article

Leave Comments
Post a Comment