'রাজ্যপাল পাহাড়কে অশান্ত করতে উত্তরবঙ্গে এসেছিলেন', অভিযোগ অনীত থাপার https://ift.tt/3jkzjXb - MAS News bengali

'রাজ্যপাল পাহাড়কে অশান্ত করতে উত্তরবঙ্গে এসেছিলেন', অভিযোগ অনীত থাপার https://ift.tt/3jkzjXb

এই সময় ডিজিটাল ডেস্ক : রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে অশান্তি ছড়ানোর মতো বিস্ফোরক অভিযোগ তুললেন GTA-র প্রাক্তন চেয়ারম্যান অনীত থাপা। সোমবার রীতিমত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ' শান্ত পাহাড়কে অশান্ত করার জন্যই এসেছিলেন। কিন্তু কেউ যদি আবার পাহাড়ে অশান্তি ছড়াতে চায় তাহলে আমরা রাস্তায় নেমে রুখে দাঁড়াব।' GTA-র বিরুদ্ধে আর্থিক দুর্নীতির যে অভিযোগ রাজ্যপাল তুলেছেন, তারও পাল্টা জবাব দেন অনীত থাপা। রাজ্যপাল GTA-র অডিট করালে তাঁরা ভীত নন জানান অনীত থাপা। এই প্রসঙ্গে তিনি বলেন, '২০১৭ সাল থেকে আমি দায়িত্বে রয়েছি। এই সময়ে পাহাড়ের জন্য প্রচুর কাজ করা হয়েছে। আর GTA-তে নিয়ম মেনে অডিট করা হয়েছে প্রতিবছর। তবুও যদি অডিট করাতে চান আমাদের কোনও আপত্তি নেই।' প্রসঙ্গত, এক সপ্তাহের পাহাড় সফর শেষ করে ফিরে যাওয়ার সময় GTA-র বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় ()। GTA-তে কখনই অডিট করা হয়নি অভিযোগ তুলে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ' ঠিক কাজ করছে না। পাহাড়ের উন্নয়নে তারা কোনও কাজ করেনি। বরং GTA-তে আসা অর্থ নয়ছয় করা হয়েছে। এর কোনওরকম অডিট করা হয়নি। আমি সংবিধান মেনে CAG-কে দিয়ে GTA-এর অডিট করাব। তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। আর অভিযুক্তকে শাস্তি দেওয়া হবে।' আর্থিক দুর্নীতির পাশাপাশি GTA-তে নির্বাচন হয়নি বলেও অভিযোগ তুলেছেন রাজ্যপাল। এই প্রসঙ্গে তিনি বলেন, '২০১৭ সাল থেকে GTA-এর নির্বাচন হয়নি। পাহাড়ের মানুষ তাঁদের পছন্দমতো কাউকে বেছে নিতে পারেননি। সরকার মনোনীতরাই GTA-তে রয়েছেন। আমার সঙ্গে যাঁরাই দেখা করেছেন তাঁরা সকলেই GTA-এর দুর্নীতি নিয়ে অভিযোগ করেছেন। আমি তাঁদের অভিযোগ অবশ্যই বিবেচনা করে দেখব।' রাজ্যপালের এই বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়েছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2Tjfk0r
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads