Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3qzqBpB
'উত্তরবঙ্গ পৃথক রাজ্য হোক', বার্লার পর BJP বিধায়কের মন্তব্যে তোলপাড় https://ift.tt/3y4MVdi
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি ক্রমশ জোরালো হচ্ছে BJP-র অন্দরে। জন বার্লার পর এবার এই দাবিতে সরব হলেন BJP বিধায়ক পুনা ভেংরা। স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত। এলাকায় কোনও উন্নয়ন হয়নি। এমন অভিযোগই করেছেন নাগরাকাটার BJP বিধায়ক। আর সে কারণেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে সওয়াল করেছেন ভেংরা। এই প্রসঙ্গে BJP বিধায়ক বলেছেন, 'উত্তরবঙ্গে কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। যদি উন্নয়ন হত, তাহলে এখানকার মানুষ এই আওয়াজ তুলত না। যে দাবি তুলেছেন, তা শুধু ওঁর দাবি নয়, গোটা এলাকার মানুষের দাবি এটা। একদিনে এই দাবি ওঠেনি'। উল্লেখ্য, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি জানিয়ে বিতর্কে জড়িয়েছেন BJP সাংসদ জন বার্লা। তিনি বলেছেন, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে দেখতে চাই। এই প্রসঙ্গে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানাব। এই মন্তব্যে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। যদিও বার্লার বক্তব্যের সঙ্গে যে রাজ্য BJP সমর্থন করে না, তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ। BJP রাজ্য সভাপতি বলেছেন, 'BJP এ ধরনের কোনও দাবিতে বিশ্বাস করে না। আমরা এটা মানি না'। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা করে দিলীপ বলেন, 'কাশ্মীরের থেকেও বাংলার অবস্থা খারাপ'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপ বলেন, 'উনি তো আফগানিস্তান, সিরিয়া বানিয়েছেন। আমরা তো সোনার বাংলা গড়তে চেয়েছিলাম'। এদিকে, উত্তরবঙ্গের পর এবার বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল এলাকা নিয়ে গঠনের দাবি জানান বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। BJP সাংসদ বলেছেন, 'পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলব, মুখ্যমন্ত্রী যেভাবে বহিরাগত শব্দ এনেছেন, তাতে এই দাবি উঠবেই। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কিমির মধ্যে ২৩ জন মন্ত্রী রয়েছেন। আমাদের এলাকার মানুষ বঞ্চিত। রাঢ়বঙ্গের যুবকদের চাকরি নেই। আমাদের এলাকার সম্পত্তি রাজ্যের কোষাগারে যাচ্ছে। আমরা কিছু পাচ্ছি না। আগামী দিনে রাঢ়বঙ্গ থেকেও দাবি উঠবে'। এই প্রসঙ্গে সৌমিত্র আরও বলেন, 'মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বহিরাগত বলতে পারেন, আমরা রাঢ়বঙ্গের ছেলেরে বলব মুখ্যমন্ত্রীবহিরাগত। বাংলা নয়, বাংলা কোনও দেশের নাম নয়, বাংলা বাংলা বলে পশ্চিমবঙ্গকে বাংলা করছেন। আমরা বলছি পশ্চিমবঙ্গ।বাংলা বলে নতুন দেশ তৈরির করার চেষ্টা করছেন। কারণ, ওঁর প্রধানমন্ত্রী হওয়ার শখ। আমরা রাঢ়বঙ্গকে রাজ্যের দাবি জানাব'।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3qzqBpB
Previous article
Next article
Leave Comments
Post a Comment