পেনাল্টি শুটআউটে ম্যাচের ফয়সালা, ফ্রান্সকে হারিয়ে ইউরো কোয়ার্টারে সুইস ব্রিগেড https://ift.tt/3Ab1A8m - MAS News bengali

পেনাল্টি শুটআউটে ম্যাচের ফয়সালা, ফ্রান্সকে হারিয়ে ইউরো কোয়ার্টারে সুইস ব্রিগেড https://ift.tt/3Ab1A8m

এই সময় ডিজিটাল ডেস্ক : ফের ইন্দ্রপতন। গতকাল পর্তুগাল ইউরো কাপ থেকে বিদায় নেওয়ার পর, আজ বিদায় নিল ফ্রান্স। তবে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে। আর সেইসঙ্গে সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালের রাস্তা একেবারে নিশ্চিত হয়ে গেল। ম্যাচের ফলাফল সুইজারল্যান্ড - ৩ (৫) এবং ফ্রান্স - ৩ (৪)। ইউরোর কোয়ার্টারে সুইস তারকাদের খেলতে হবে স্প্যানিশ ব্রিগেডের বিরুদ্ধে। আগামী ২ জুলাই এই দুটো দল একে অপরের মুখোমুখি হবে। আজ দুটো ম্যাচই যে অত্যন্ত নাটকীয়তায় মোড়া ছিল, সে কথা সকলেই স্বীকার করবেন। আসলে ক্রোয়েশিয়া বনাম স্পেনের ম্যাচ শেষ মুহূর্তে যেভাবে রং বদলেছিল, তাতে সোমবারের রাতে বাঙালি ফুটবলপ্রেমীরা যে অত্যাশ্চর্য কিছু প্রত্যাশা করছিলেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল সুইজারল্যান্ড। একেবারে ১৫ মিনিটের মাথায় দলকে এক গোলে এগিয়ে দেন সেফারোভিচ। বক্সের বাঁ দিক থেকে একটা দুরন্ত ক্রস বাড়িয়েছিলেন সেফারোভিচ। এরপর ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিসকে পরাস্ত করতে সেফারোভিচের খুব একটা সমস্যা অবশ্য হয়নি। প্রথমার্ধের শেষে আশঙ্কা করা হয়েছিল, আজ কি তবে আর ফরাসি বিপ্লবের সাক্ষী থাকবে না ফুটবল বিশ্ব? তবে সময় তখনও অনেকটাই অবশ্য বাকি ছিল। ৫৫ মিনিটে ২-০ গোলে এগিয়ে যাওয়ার কথা ছিল সুইজারল্যান্ডের। তবে রডরিগেজ পেনাল্টি মিস করায়, কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন ফ্রান্স সমর্থকেরা। ৫৭ মিনিটে দেখা গেল বেনজেমা ম্যাজিক। কিলিয়ান এমবাপ্পের থেকে অসাধারণ একটা টাচ পাওয়ার পর তিনি দলের সমতা ফেরাতে খুব বেশি সময় নেননি। ৫৯ মিনিটে আবারও গোওওওওলললল। আবারও সেই রিয়াল মাদ্রিদের তারকা সেন্টার ফরোয়ার্ড করিম বেনজেমা। মাত্র ২ মিনিটের মধ্যে তিনি গোটা ম্যাচের রং বদলে দিলেন। কী অসাধারণ দক্ষতা! কী নিখুঁত নৈপুন্য! জোরাল শটে তিনি দলকে ২-১ গোলে এগিয়ে দিলেন। ৬২ মিনিটে গ্রিয়েজম্যানকে একটু কড়া ট্যাকল করতে গিয়ে হলুদ কার্ড দেখলেন রডরিগেজ। প্রথমে পেনাল্টি মিস, তারপর হলুদ কার্ড। সব মিলিয়ে তাঁর উপরে ক্রমশ চাপ বাড়ছিল। সুইজারল্যান্ডের ওপর আরও চাপ বাড়িয়ে দিলেন পল পোগবা। ৭৫ মিনিটে বক্সের বাইরে তিনি নিজের জন্য একটা জায়গা তৈরি করে নেন। তারপর গোলপোস্টের ডানদিকের ওপরের কোনা দিয়ে তিনি বলটাকে সুইস জালে জড়িয়ে দেন। ৩-১ গোলে এগিয়ে যায় ফ্রান্স। শুরু হয় শেষ কোয়ার্টারের খেলা। ৮১ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে একটা গোল পরিশোধ করেন সেই সেফারোভিচ। আজকের ম্যাচে এটা তাঁর দ্বিতীয় গোল। সেইসঙ্গে স্কোরবোর্ড পালটে দাঁড়ায় ৩-২। তখনও হাল ছাড়েননি সুইস ফুটবল সমর্থকেরা। আসবে কি আরেকটা গোল? নাকি কোয়ার্টার ফাইনালের রাস্তা পাকা করে ফেলবে ফ্রান্স? এমনই দোলাচলে যখন মধ্য রাতে বাঙালি ফুটবল সমর্থকেরা টেলিভিশনের পর্দায় খেলা উপভোগ করছেন, ঠিক সেইসময় অর্থাৎ একেবারে ৯০ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে সমতা ফেরালেন গ্যাভরানোভিচ। ব্যাস, সুইস ফুটবলাররা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ১০৮ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। এজন্য তিনি নিজেকে ক্ষমা করতে পারবেন না। ১১৯ মিনিটে বিপদজনক একটা ফ্রি-কিক অর্জন করেছিল সুইজারল্যান্ড। কিন্তু, জ্যাকার শট অনেকটা ওপর দিয়ে বেরিয়ে গেল। আর সেইসঙ্গে দ্বিতীয়ার্ধেও কোনও দল গোল করতে পারেনি। ম্যাচে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষপর্যন্ত খেলা গড়াল পেনাল্টি শুটআউটে : সুইজারল্যান্ড : ১. গ্রাভোনোভিচ - গোল (১-০) ২. ফ্যাবিয়ান শেয়ার - গোল (২-১) ৩. আকাঞ্জি - গোল (৩-২) ৪. রুবেন ভার্গাস - গোল (৪-৩) ৫. মেহমুদি - গোল (৫-৪) ফ্রান্স : ১. পল পোগবা - গোল (১-১) ২. জিরু - গোল (২-২) ৩. মার্কাস থুরাম - গোল (৩-৩) ৪. কিম্পেম্বে - গোল (৪-৪) ৫. কিলিয়ান এমবাপ্পে - গোল (৪-৫)


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jowmoA
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads