BJP কর্মীকে পিটিয়ে খুন, চাঞ্চল্য ঝড়খালিতে https://ift.tt/3jjKr6J - MAS News bengali

BJP কর্মীকে পিটিয়ে খুন, চাঞ্চল্য ঝড়খালিতে https://ift.tt/3jjKr6J

এই সময় ডিজিটাল ডেস্ক: এক কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের () এক কর্মীর বিরুদ্ধে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার () ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত পার্বতীপুর গ্রামে। বিরোধী রাজনীতি করার কারণেই এই হত্যাকাণ্ড বলে নিহতের পরিবারের দাবি। যদিও এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই বলে দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব। পুলিশ জানায়, নিহতের নাম নির্মল মণ্ডল (৭৮)। পার্বতীপুর গ্রামের বাসিন্দা নির্মলবাবুকে তাঁর প্রতিবেশী তৃণমূল কর্মী সূর্যকান্ত মণ্ডল মাথায় লাঠি মেরে হত্যা করেছেন বলে অভিযোগ। ইতিমধ্যে সূর্যকান্তকে গ্রেফতার করা হয়েছে। তিনি অপরাধের কথা স্বীকার করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নির্মল মণ্ডলের সঙ্গে প্রতিবেশী সূর্যকান্ত মণ্ডলের পারিবারিক বিবাদ ছিল। এদিন দুপুরে নির্মলবাবুর বাড়ির বিড়াল সূর্যকান্তদের বাড়িতে গেলে সেটা নিয়ে দুজনের মধ্যে বচসা বাধে। বচসা চলাকালীন সূর্যকান্ত লাঠি দিয়ে বিড়াল মারতে গিয়ে নির্মলবাবুর মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সত্তোরোর্ধ্ব নির্মলবাবু। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপর ঝড়খালি কোস্টাল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পাশাপাশি অভিযুক্ত সূর্যকান্তকেও গ্রেফতার করে। রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়েই সূর্যকান্ত নির্মলবাবুকে পিটিয়ে হত্যা করেছেন বলে নিহতের পরিবারের দাবি। তাঁদের অভিযোগ, বিধানসভা ভোটের পর থেকেই এলাকায় BJP কর্মীদের উপর অত্যাচার শুরু করে তৃণমূল। নির্মল BJP করায় তাঁর উপরও অকথ্য অত্যাচার হয়। তৃণমূল কর্মীরা বাড়িতে চড়াও হয়ে তাঁর রেশন কার্ড, জবকার্ড সহ অন্যান্য নথি ছিনিয়ে নেয়। এমনকি পেশায় মৎস্যজীবী নির্মলের মাছ ধরার নৌকা ছিনিয়ে নিয়ে তৃণমূল নেতারা তাঁকে বাড়িছাড়া করে দেন বলেও অভিযোগ। এলাকায় ঢুকলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছিল। এদিন নির্মল এলাকায় ঢোকার কারণেই তাঁকে খুন হতে হল করা বলে তাঁর পরিবারের দাবি। যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, নির্মল মণ্ডল একটু পাগলাটে ছিলেন। পারিবারিক গণ্ডগোলের জেরেই তিনি খুন হয়েছেন। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তৃণমূলকে বদনাম করতেই এই অভিযোগ করছে BJP। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2U6SRnh
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads